পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দননগর 8 es এখান হইতে যাইয়া দেবগণ একটী কেল্লা দেখিলেন। কেল্লাটতে সৰ্ব্বসমেত ৫০৬ জন সিপাই আছে। কেল্লা দেখিয়া বাসায় আসিয়া দেখেন–র্তাহীদের গুলিথোর অতিথি বসিয়া আছে। তাহার ব্রাহ্মণকে ভাত দিয়া বসিয়া গল্প করিতেছেন, এমন সময় ব্রাহ্মণ চীৎকার শব্দে কঁাদিয়া উঠিল। দেবগণ সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন “কি হইয়াছে ?” ব্রাহ্মণ। এমন অতিথি-সৎকার না করিলেই নয় ? আমার কত কষ্টের বাদসাহি পেটটা বাবা কাচকল খাইয়ে জন্মের মত খারাপ ক’রে দিলে । ব্ৰহ্মা । বরুণ ! বলে কি ? বরুণ । মাছের ঝোলে কাচকলা ছিল, কাচকল খাইলে গুলিখোরদের অত্যন্ত পেট খারাপ হয়। ব্রাহ্মণ ভ্রম বশতঃ খাইয়া কঁাদিতেছে । ব্ৰহ্মা । উপ ! ওঁর পাতে ঘি ঢেলে দে। বাবা ! খুব বি থাও, তোমার পেট সেরে যাবে। কাচকলায় যে পেট খারাপ করে, তা ত. আমরা জানি না, জানলে মাছের ঝোলে কাচকলা দিতাম না । ব্রাহ্মণ। হাজার বিশ্বাই—এ বাদসাহী পেট শীঘ্ৰ শোধরাবে না। সন্ধ্যা হইলে গুলিথোর চলিয়। যাইল। দেবতারাও সন্ধ্য আহ্নিক ৷ সারিয়া একটু একটু জলযোগ করিলেন। তৎপরে সকলে শয়ন করিয়াগল্প করিতে লাগিলেন । নারায়ণ কছিলেন, “মর্ত্যে আসিয়া- আমি আছি ভাল। যতই নুতন নুতন স্থানে যাইয়া লোকের আচার ব্যবহার দেখিতেছি, ততই আমার নুতন নুতন স্থান দর্শন করিতে ইচ্ছা হইতেছে।” দেবরাজ কহিলেন, “বলিতে কি—আমিও এক প্রকার আছি ভাল। তবে, জয়ন্ত, ছেলেমানুষ বলিয়া রাজকাৰ্য্য কিরূপ চলিতেছে, না জানাতেই মনটা সময়ে. সময়ে একটু চঞ্চল হয়।” পিতামহ কছিলেন,—“আমার বাড়ীতে যদি একটা সাত বৎসরেরও ছেলে থাকৃত, তোমরা আমাকে যতদিন মর্ত্যে রাখিতে থাকিতাম।” নানা কথায় দেবগণ রজনী অতিবাহিত করিলেন, এবং প্রাতে উঠিয়া আবার নগর ভ্রমণে চলিলেন। বাসা হইতে কিছু দূরে