२२ দেবগণের মর্ত্যে আগমন হইতেছেন, এমন সময় ডাকের রণারকে দ্রুতপদে যাইতে দেখিয়া ব্ৰহ্ম৷ কহিলেন “বরুণ ! ও কে ? আর এত দ্রুতই বা যাইতেছে কেন ?” বরুণ। ও ডাকঘরের রণার, নির্দিষ্ট স্থানে ডাক পহুছিয়া দিবার নিমিত্ত দ্রুতবেগে যাইতেছে। ব্ৰহ্মা। ডাক কি ? 输 বরুণ এক পয়সা লইয়া পত্রদি ভারতের এক প্রান্ত হইতে অন্ত প্রান্তে নিৰ্ব্বিল্পে এবং স্বল্প সময়ের মধ্যে পহুছিয়া দিবার জন্ত ইংরাজরাজ ভারতবর্ষের প্রত্যেক স্থানে চিঠি পত্র জমিবার একটি আড্ডা করিয়াছেন ; ঐ আডডাকে ডাকঘর কহে । - ব্ৰহ্মা । দু এক পয়সায় নেখানে সেখানে পহুছে দেয়, য়্যা ! খরচ পোষায় তো ? বরুণ । বরং লাভ থাকে । ইন্দ্র ৷ পয়সা উপায়ের মন্দ উপায় নয় ! আমি স্বর্গে যাইয়া পোষ্ট আফিস স্থাপন করিব । ব্ৰহ্মা । দোত ও কলম পাইলে বাটীতে এক খান পত্র লিখিতাম, পছছে দিতে পারে ভাল, নচেৎ দু পয়সা অপব্যয় হইলে কিছু মারা যাবে না। বরুণ । *ইংরাজরাজ্যে দোত কলমের অভাব নাই, ভারতের প্রত্যেক দোকানে প্রায় বিলাতি কালি, কাগজ, কলম বিক্রয় হইয়া থাকে।” বলিয়া পিতামহকে একখানি পোষ্ট কার্ড আনিয়া দিলেন । ব্ৰহ্ম । এখানির দাম কত ? বরুণ এক পয়সা মাত্র । ব্ৰহ্মা। বিস্ময়ে কার্ড থানির এ পীঠ ও পীঠ দেখিলেন। পরে তিনি হাণ্ডেলে নিৰ্ব বলাইতে গিয়া—“য়্যা ! কাটুতে হয় না?” এই কথা বলেন আর কৌতুকে বিস্ময়ে দম আটকে মারা যান। পরে বলিলেন “বরুণ! আমাকে বেশী ক’রে ষ্টিলপেন নিবৃ কিলে এনে দেও—স্বর্গে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।