পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8X e দেবগণের মর্ত্যে আগমন যাইয়া দেখেন—এক স্থানে লোকে লোকারণ্য। এক ব্যক্তি চীৎকার শব্যে কহিতেছে, “দোহাই ফরাসী গবর্ণমেণ্টের, দোহাই ফরাসী গবর্ণমেন্টের । প্রাণ যায়, রক্ষা কর।” তাহার নিকটে এক যুবতী হেট মুখে দাড়াইয়া আছে। যে ব্যক্তি চীৎকার করিতেছে, তাহাকে পথের লোকে জুতা, ঝাটা—যাহা সন্মুখে পাইতেছে, তস্থার প্রহার করিতেছে। দেবরাজ ছুটিয়া গিয়া একজনকে কহিলেন, “মহাশয়! ব্যাপারখানা কি ?” সে ব্যক্তি কহিল, “হয়েছে কি জানেন—যে ব্যক্তিকে সকলে প্রহার করিতেছে, উনি গুরু। যে বৃদ্ধ ঘন ঘন-প্রহার করতেছেন, উনি শিস্য। হেটমুখে দাড়াইয়া আছেন শিস্যকন্ত। গুরু কয়েক দিবস হইল শিস্যবাড়ী আসিয়া ছিলেন । ইতিমধ্যে উনি শিষ্যের বিধবা কস্তাকে হাত করিয়া গত রজনীতে উহাকে সঙ্গে লইয়া এখানে পলাইয়া আসিয়াছেন। মনে মনে বিশ্বাস আছে, ইংরাজরাজ্যে পাপ করিয়া ফরাসী রাজ্যে আসিয়া নিস্কৃতি পাইব ।” ব্ৰহ্মা। ম্যা! শ্ৰীবিষ্ণু বরুণ, বলে কি হে ? গুরু-শিষ্মকন্যা, য়্যা !! দেবগণ চাহিয়া দেখেন–পিতামহ নিকটে নাই, দ্রুতপদে এক দিকে ছুটিয়া যাইতেছেন। তখন দেবগণও অগত্যা পশ্চাৎ পশ্চাৎ যাইয়া কহিলেন, “ঠাকুরদা ! কোথায় যান ?” ব্রহ্ম। ভাই ! যে রাজ্যে গুরু, শিস্যকন্যা হরণ করিয়া পলায়ে এসে নিস্কৃতি পায়, সে রাজ্যে তিলাৰ্দ্ধও থাকিতে নাই। থাকিলে মহাপাপ স্পর্শে ; অতএব আমি এই মুহূর্তেই চন্দননগর পরিত্যাগ করিলাম। , তবে চলুন" বলিয়া দেবগণও পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। তাহার এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “দেবরাজ ! ঐ যে স্ত্রীলোকটী ঘেহুড়েদিগের নিকট বসিয়া হাস্ত পরিহাস করিতেছে, উহার অবস্থা— শুনিবার উপযুক্ত । উহার পিতা কলিকাতার একজন সন্ত্রাস্ত ও বিষন্ত্রী লোক ছিলেন। তাহার পুত্রসস্তান না থাকায় মৃত্যুকালে সমস্ত বিষয় দুই বিধবা কম্ভাকে সমান অংশে বিভাগ করিয়া দিয়া যান উহাদের দুই ভগ্নীরই