পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

858 দেবগণের মর্ত্যে আগমন বাৰু এই কথা শুনিয়া অতি মৃদ্ধ স্বরে কি পরামর্শ দিলেন। উপ নিকটে বসিয়াছিল, কান পাতিয়া গুনিতে লাগিল। এদিকে ট্রেণ আসিয়া ভদ্ৰেশ্বরে থামিল। পুনরায় যেমন ট্রেণ ছাড়িবার উদযোগ করিতেছে—বাবু অমি স্ত্রীলোকটকে ইঙ্গিত করিয়া নামিয়া পড়িলেন। যুবতীও যেমন নামিতে যাইবে, অমনি উপ চীৎকার করিয়া কহিল ও ঘুমান বাবু! উঠে দেখু— তোর বেী পালাচ্চে।” বাবু “য়্য। ফ্ল্য৷ ” শব্দে যেমন উঠিলেন র্তাহার গৃহিণীও অম্নি গাড়ী হইতে নামিয়া পড়িল । বাবু ক্ষিপ্ৰ হস্তে যেমন স্ত্রীর অঞ্চল ধরিলেন, নীচেকার বাবু ছুটিয়া আসিয়া সপাসপ শব্দে র্তাহার হস্তে আমি ছড়ির আঘাত করায় বাবু অঞ্চল ছাড়িয়া দিলেন। পাছে উপরের বাবু লাফাইয় পড়ে এই আশঙ্কায় নিম্নের বাবু গাড়ীর দ্বার চাপিয়া ধরিয়া কহিতে লাগিলেন, “রাস্কেল! আমার স্ত্রীর অঞ্চল ধ’বুলি যে ? জানিস্ তোর নামে আমি নালিশ করবো?” - 魯 আরোহী বাবু চীৎকার করিয়া কহিল, “পুলিশম্যান ! পুলিশম্যান । আটক কর আমার বেী নিয়ে যায় ।” স্ত্রী কছিল মর মিন্সে—তুই আমার স্বামী, না ইনি আমার স্বামী ?” এদিকে ট্রেণও পে। শব্দে বংশীধ্বনি করিয়া ছপান্থপ শব্দে চুটিতে লাগিল। বাবুকত চীৎকার করিলেন, কিন্তু সে চীৎকার অরণ্যে রোদন छ्झ्।। 1 ।। - - ? বরুণ। পিতামহ ! এই ষ্টেশনটর নাম ভদ্ৰেশ্বর। এই স্থানটির এক দিকে রেলওয়ে, অপর দিকে গঙ্গা প্রবাহিত হইতেছেন। এই স্থানে অনেক গুলি মহাজনের গদি আছে । শস্তের আমদানি ও রপ্তানীর জন্ত ভদ্ৰেশ্বর বড় বিখ্যাত। এখানে ভদ্ৰেশ্বর নামক একটি শিব আছেন । ঐ শিবকে সন্তুষ্ট করিবার জন্ত স্ত্রীলোকের চৈত্র মাসে এক লক্ষ বিল্বপত্র দিয়া পূজা দিবার মনন করিয়া থাকেন। . - এই সময় পিতামহ বাৰুটীকে রোদন করিতে দেখিয়া রেলিংয়ের নিকটে