চন্দননগর 8>(r আসিয়া বসিলেন এবং মিষ্ট কথায় বলিতে লাগিলেন—“বাব, কেঁদে না t নিজের দোধে হারালে, এখন কালে কি হবে ? তোমার অর্থবল নাই, শরীরে বল নাই, স্ত্রীস্বাধীনতা দিতে যাওয়া কেন ? অগ্রে সাহেবদের মত বলবান হও, সাহসী হও, তৎপরে এ কাজে প্রবৃত্ত হইও । তুমি স্ত্রীস্বাধীনতা দিবে অথচ ভোস ভেসি ক’রে ঘুমাবে ; তাহাতে কি কাজ চলে!” বাবু। আমি বৈদ্যবাটতে নামিয়া টেলিগ্রাফ করিয়া আটক করাবো। বরুণ। তাহার এতক্ষণে ভদ্ৰেশ্বর হতে ৩২ ক্রোশ রাস্ত দূরে গিয়া পড়িয়াছে। টেলিগ্রাফ ক’রে আর কেন লোক হাসাবে ? ৰাড়ী গিয়ে প্রচার করগে—বেী মরে গিয়েছে। - - বাবু। আমি তাহাকে প্রাণের সহিত ভালবাসিতাম। যাহা হউক, আপনারা এ কথা কাহারও নিকট প্রকাশ করিবেন না । নারা। আমরা প্রকাশ ক’রূবে । না ক’লে লোকের উপকার হবে কিসে? চৈতন্ত হবে কিসে? তোমার মত বোকা বাবুর যদি তোমার দেখে শিক্ষা পান, সাবধান হন, সে ভাল নয় ? বরুণ। স্ত্রীস্বাধীনতা প্রিয় রামহরি মুখোপাধ্যায়কে ডেভিড হেয়ার সাহেব যেরূপ কান মলে দিয়াছিলেন, আজ তোমার ঐরূপ দিলে তবে জ্ঞান হইত । ব্ৰহ্ম । বরুণ, রামহরির বিষয় বল । বরুণ। স্ত্রী-স্বাধীনতা প্রিয় রামহরি বাবু এক দিন সাহেবী পোষাক করে রেলওয়ের ২য় শ্রেণীতে স্ত্রীকে মেম সাজাইয় বারাকপুরের ক্যান্টনমেণ্ট দেখাইতে নিয়ে যাচ্ছিলেন। দমদম ষ্টেশনে তিন জন গোরা সেই গাড়ীতে উঠিল। তাহারা দেখিল—রামহরি বাবু সাহেব নন, কালা বাঙ্গালী ক্রমে পরস্পরে হাস্ত পরিহাস করিয়া রামহরির স্ত্রীকে আক্রমণ করিতে যাইল ; বাবু হস্ত দ্বারা আচ্ছাদন করিয়া প্রাণের দায়ে চীৎকার করিতে লাগিলেন। ট্রেণ ক্রমে পর ষ্টেশনে উপস্থিত হইলে হেরার সাহেব সেই
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।