পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>や দেবগণের মর্ত্যে আগমন গাড়ীতে উঠিলেন ও রামহরির বিপদ দেখিয়াগোরাদিগকে মিষ্ট কথায় নিরস্ত করিবার চেষ্টা পাইলেন। কিন্তু তাহাতে কোন ফল না হওয়ায় বুলি ধরিলেন, তৎপরের ষ্টেশনে ট্রেণ আসিয়া উপস্থিত হইলে তিনি রামহরিকে সন্ত্রীক নামাইয়া দিয়া রাম হরির উত্তমরূপে কান ফুট মলিয়া দিলেন এবং *son, (When you will be so strong as we are then imitate) যখন তুমি আমাদিগের স্তায় বলবান হইবে, তখন আমাদিগের নকল করিবার চেষ্টা করিও ।” ব্ৰহ্মা । আহা, হেয়ার সাহেবের মতন ভদ্র ও দয়াবান্‌ আর আছে ! ক্রমে ট্রেণ আসিয়া বৈদ্যবাট ষ্টেশনে উপস্থিত হইল। দেবগণ গাড়ী হইতে নামিয়া নগরাভিমুখে চলিলেন । বৈদ্যবাটী ব্ৰহ্মা। বরুণ। এ স্থানের নাম বৈদ্যবাট হইল কেন ? বরুণ । এখানে অনেকগুলি দেশীয় চিকিৎসক বাস করেন বলিয়া ঐ -নাম হইয়াছে । দেবগণ দেখিলেন—নগরে ধূমধামের পরিসীমা নাই। চতুর্দিক হইতে অসংখ্য লোক তরিতরকারি এবং নানাপ্রকার দ্রব্যসামগ্ৰী বিক্রয় করিতে আসিয়াছে। স্থানটী লোকে লোকীরণা । ব্ৰহ্মা। বরুণ । এখানে কি কোন মেলা আছে ? নচেৎ এত দ্রব্যাদি বিক্রয় করিতে আসিতেছে কেন ? বুরুণ আঞ্জে, এখানে কোন মেলা নাই। ক্রমে আমার কলিকাতা মহানগরীর অতি নিকটে আলিয়া উপস্থিত হইয়াছি। কলিকাতার প্রসাদে চতুর্দিকৃস্থ ক্ষুদ্র ক্ষুদ্র স্থানগুলি নগরের আকার ধারণ করিয়াছে। এই বৈদ্যবাটীর হাট হইতে প্রত্যহ তরিতরকারি কলিকাতার বাজারে যায় ; এই জন্ত এখানে এত লোক দ্রব্যসামগ্ৰী বিক্রয় করিতে আসিতেছে।