পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারকেশ্বর 8૨૯ নারা। তা দেব কেন ? যখন পূজা মেনেছি, পূজার উপকরণ কিনে দেব । ব্রাহ্মণ। আজ্ঞে, তা হবে না ; যা নিয়ম তা ক’বৃতেই হবে। উপ । ঠাকুর-কাক ; চল না, তবু চেহারা খানা দেখা হবে। লোকে যে পয়সা খরচ ক’রে কত কি দেখে থাকে । এই কথায় দেবগণ হাস্ত করিয়া ব্রাহ্মণের সহিত মহান্তের গদীতে যাইয়া উপস্থিত হইলেন । দেখেন—মহাস্ত মহারাজ কাছারি ঘর আলো করিয়া বসিয়া আছেন । নিকটে দেওয়ান প্রভৃতি উপবিষ্ট । যাত্রিগণ আসিয়া পূজা মানার টাক, আধুলি, সোণ, রূপ দেওয়ানের হস্তে দিয়া প্রস্থান করিতেছে । পিতামহ দেওয়ানের নিকটে যাইয়া কহিলেন “পূজা মানার চারিট পয়সা লউন।” দেওয়ানজী “হে হে৷” শব্দে হাস্ত করিয়া কহিলেন “মহারাজ ! এর চারি পয়সার পূজা দিতে এসেছে।” মহাস্ত। “না না পয়সা ফেলে দেও।” বলিয়া দেবগণের প্রতি চাহিয়া মুখ খি চাইয়া বলিলেন, “বলি-বাবা কি চুল থাবেন ?” ব্ৰহ্মা । আমরা পয়সা চিনি না, পয়সার মূল্যও জানি না, এজন্ত চারি পয়সার পূজা মানা হইয়াছে। দেওয়ান। দেখুন মহারাজ ! ইহার বোধ হয় রাঢ়দেশের লোক, সেই জন্তই বলিতেছে “আমরা পয়সাও চিনি না, পয়সার মূল্যও জানি না।” কারণ, রাঢ় অঞ্চলে চাউল ধান্তের বিনিময়ে সকল দ্রব্য পাওয়া যায়। তথায় পয়সা কেহ সহজে বাহির করে না এবং পয়সাকে উপাদেয় জিনিস মনে করে। উপ। দেওয়ানজী মহাশয় কোন দেশের লোক ? মহাস্ত। আচ্ছ, ওদের একটি সিকি দিতে বল । পিতামহ একটা সিকি প্রদান করিলে মহাত্ত উপকে নিকটে ডাকিয়৷ একটা অঙ্গুলির দ্বারা তাহার কপালে একটা চিহ্ন করিয়া ছাড়িয়া দিলেন।