পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২৬ দেবগণের মত্ত্যে আগমন অমনি একজন নাপিত আসিয়া উপর হাত ধরিয়া এক স্থানে বসাইয়া পিতামহকে কহিল “মাথাকামানোর দক্ষিণ একটা আধূলি দিন দেখি ” নারা । কেন ? আমরা কি ভূষণের বাঙ্গাল ? তাই মাথা কামাইতে এক পয়সার স্থানে এক আধুলি দেব ? নাপিত। আপনি বলেন কি ? এ যে তীর্থস্থান ! এখানে মাথ৷ কামানার দক্ষিণ এক আধুলির কম নাই। কমে চলবে কেমন করে ?— আমাদের মহাস্তকে এক মুটো ক’রে টাকা জমা দিতে হয়। নারা । ভাল—এক পয়সার স্থানে এক আনা লও। ওর বেশী আমরা দেব না, বরং মাথা থেকে একগাছি চুল ছিড়ে পূজা দিতে হয়, তাহাও স্বীকার । “আমুন বাবু” বলিয়া নাপিত উপ’র সম্মুখের চুলগুলি ঠিক নাটুরে মাঝিদের মত কামাইল, চারিদিক্ কামাইল না ; “দেন বাবু, পয়সা দেন।” ইন্দ্র । ও কিরূপ কামান হ’ল ? নাপিত। মেপে দেখুন, ঠিক চারি পয়সার মত কামিয়ে দিইছি। আপনাদের যেমন দান, তেমনি দক্ষিণ । নারা । বেশ কামান হয়েছে। তারকেশ্বরের বাহিরে গিয়ে আট পয়সা দিয়ে কামিয়ে লওয়া হইবে, তথাপি এখানকার নাপিতকে এক আনার বেশী দেব না । দেবগণ নাপিতকে বিদায় দিয়া পূৰ্ব্বোক্ত ব্রাহ্মণের সহিত দোকানে ডালার ফরমাস দিতে চলিলেন। যাইতে যাইতে ব্ৰাহ্মণ কহিল “আপনার কত মূল্যের ডাল চাই ?” ব্ৰহ্মা। চারি আন মূল্যের । ব্রাহ্মণ। ও হরি । আপনার কোন দেশের লোক মহাশয় ? চারি আন মূল্যের কি ডাল বিক্রয় হয় ? আচ্ছ—বাবাকে ত পেট পূরে খেতে দেবেন ? *