পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারকেশ্বর 8ՀԳ নারা । চারি আনায় ক্ষুধা যাবে না ? ভাল—কত মূল্যের ডাল৷ বিক্রয় হয় ? ব্রাহ্মণ। দশ টাকা হইতে পঞ্চাশ টাকা মূল্যের পর্য্যস্ত ডালা আছে। নারা । কম মূল্যের আছে কি না ? ব্রাহ্মণ । কম মূল্যের মধ্যে ঐ দশ টাকার । নারা । এক টাকার মত দেবো । তোমাদের বাবা কি সৰ্ব্বগ্রাস ক’ৰ্বতে বসেছেন ? উপ। ঠাকুর কি আর খান ? যা কিছু খায় মহান্ত । ব্রাহ্মণ । একজন দোকানীকে এক টাকার মত একখানি ডাল। সাজাইতে বলিয়। দেবগণকে দুধকুমড়া নামক দীঘিতে স্নান করাইতে লইয়া চলিল । স্নানান্তে সকলে আসিলে দোকানী তাহাদিগকে ডাল৷ প্রদান করিল। ডালায় একটা ওলা, একটী কলা, চাটি আতপ চাউল ও দুই চারিট বিল্বপত্র ছিল। উপ। এই কি এক টাকার ভাল ? দোকানী। বাবু! ওর বেশী আমরা কোথা থেকে দেব ? আমাদের মহান্তকে একমুঠো টাকা জমা দিতে হয়, সে টাকা ত এর মধ্য হ’তেই তুলতে হবে! উপ ডালা লইয়া অগ্ৰে অগ্রে এবং দেবগণ পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। যাইবার সময় নারায়ণ ব্রাহ্মণকে কহিলেন, “আমুন মহাশয় । পূজা করবেন না ?” ব্রাহ্মণ কহিল, “আপনারা চলে যান, মন্দিরে পূজারি ব্রাহ্মণ আছে। পূজা করান আমাদের কাজ নহে।” দেবতার অদৃপ্ত হইলে ব্রাহ্মণ দোকানীকে কহিল, “দোকানী ভাই ! আমার অংশের পয়সা দেও।” দোকানী কহিল, “অবগু দেব ; ডালা প্রতি টাকায় ছয় আনা যেমন চুক্তি আছে, সে পয়সা তোমাকে কেন না দেব?” এদিকে দেবগণ “জয় তারকনাথ ! ব্যোম তারকনাথ !” শব্দ করিষ্ঠত