পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৫৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ՀԵ- দেবগণের মর্ত্যে আগমন করিতে ঠাকুরবাড়ীর দ্বারের নিকট উপস্থিত হইলেন ; কিন্তু পাহারাওয়াল। দ্বার ছাড়িল না। ব্ৰহ্মা। বরুণ ! এ কি ? ধৰ্ম্মমন্দিরের দ্বার বন্ধ ? বরুণ। আজ্ঞে ! কালটী এমি পড়েছে—কোনও বিষয়েই পয়সা ন৷ হ’লে নিষ্কৃতি নাই। এই দ্বারবানকে কিছু না দিলে ভিতরে প্রবেশ করতে দেবে না । দেবগণ দ্বারবানকে কিছু দিয়া ভিতরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া দেখেন—অসংখ্য লোক নাটমন্দিরে শয়ন করিয়া,—কেহ রোগ ভাল হইবার জন্ত, কেহ সন্তান হইবার জন্ত হত্য দিতেছে এবং সম্মুখে এক বৃহদাকার মন্দির। সকলে মন্দিরের দ্বারে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “ঐ যে মন্দিরের মধ্যে একটা গহবর দেখিতেছেন, উহারই মধ্যে তারকেশ্বর আছেন। গহবরের উপরিভাগটা রৌপ্যনিৰ্ম্মিত ডেকে ঢাকা রহিয়াছে । তারকেশ্বর একটী অনাদি-লিঙ্গ শিব । যাত্রীদিগের মধ্যে যদি কেহ বেশী পয়সা খরচ করে, তাহা হইলে গহবরমধ্যে হস্ত দিয়া স্পর্শামুভব করিয়া দেখিতে দেয়।” সকলে এইরূপ গল্প করিতেছেন, এমন সময় একজন পুরোহিত ছুটয়া আসিয়া দেবগণের হস্ত হইতে ডালাখানি লইয়া গৃহের এক কোণে ঢালিয়। রাখিল এবং ডালার উপর দুই চারিটি বিল্বপত্র, চারিটি আতপ চাউল এবং যৎসামান্ত ওলাভাঙ্গ প্রসাদস্বরূপ দিয়া কহিল, “আপনার বাহিরে যান ।” ব্ৰহ্মা। দেখুব না ?” পুরোহিত.। দেখা কি আর সমস্ত দিনে শেষ হবে না ? আপনার এক দেখলে অন্যান্ত যাত্রীরা দেখবে কি ? দেবগণ মন্দিরের পাশ্বে একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, *এই যে প্রস্তর পড়িয়া রহিয়াছে, লোকে বলে ইনিই মুকুন্দ ঘোষ। ওদিকে ঐ যে কতকগুলি কবর দেখিতেছেন, উহাতে অনেকগুলি