পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8లిసి দেবগণের মর্ত্যে আগমন ভবনে থাকিয়া স্ত্রী পুরুষের ন্যায় বাস করিতে থাকে। ক্রমে এই কথা চতুর্দিকে রাষ্ট্র হইল, নবীনেরও কানে কিছু কিছু উঠিল। নবীন সন্দিগ্ধচিত্তে শ্বশুরালয়ে আসিয়া এলোকেশীকে সবিশেষ জিজ্ঞাসা করিলে এলোকেশী কোন কথা গোপন না করিয়া সমস্ত বিষয় খুলিয়া বলিল। মুন্দরী যুবতী স্ত্রীকে পরিত্যাগ করিতে নবীনের মন হইল না ; সে বলিল, “এলোকেশি ! তুমি আমাকে যথার্থ কথা বলায় তোমাকে ক্ষমা করিলাম—চল, তোমাকে কলিকাতায় লইয়া যাই।” ইহা বলিয়া পাস্কি বেহারার অনুসন্ধান করিতে যায়। মহাস্ত শুনিল,—এলোকেশী হাত ছাড়া হইতেছে। অতএব ছিনাইয়া লইবার জন্ত ঘাটিতে ঘাটিতে পাহারা বসাইল । নবীন দেখিল—স্ত্রী পাই না, মহাস্ত এতকাল ভোগ দখল করিয়া আবার চায়, অতএব উভয়েই নিরাশ্বাস হই ; এই ভাবিয়া স্ত্রীকে আঁষবঁটতে কাটিয়া পুলিশে গিয়া উপস্থিত হয়। দেশে হুলস্থল পড়িয়া গেল, রাস্তায় রাস্তায় এই কথা, এই গান, এই সম্বন্ধে কত পুস্তক বাহির হইতে লাগিল । দেশের যত ধনী লোকে অর্থ দিয়া নবীনকে থালাস করিবার জন্তু মকদ্দমা করিতে লাগিলেন। গোলযোগে মহাত্ত ধরা পড়িল। রাজবিচারে ইহার নাকে দড় দিয়া জেলঘানিতে জুতে খাটি সরিষার তৈল বাহির করিয়া ছাড়িয়া দিয়াছে । * ইহার পর দেবগণ একখানি গাড়ী ভাড়া করিয়া আবার বৈদ্যবাটীর অভিমুখে চলিলেন। যাইতে যাইতে বরুণ কহিলেন, “তারকেশ্বরে চৈত্র মাসে গাজন উপলক্ষে এবং শিবরাত্রির সময় বিস্তর যাত্ৰী আসিয়া থাকে। যাত্রীদিগের মধ্যে স্ত্রীলোকই অধিক। ঐ রাত্রে অনেক কুচরিত্র পুরুষও উপস্থিত থাকে ও তাহারা সুন্দরী স্ত্রীলোক দেখিলে তাহাদিগের উপর নানারূপ অত্যাচার করে। এই অত্যাচার নিবারণ জন্য পুলিস নিযুক্ত

  • কয়েক বৎসর হইল মহাপ্ত মাধবগিরির মৃত্যু হইয়াছে। এক্ষণে তাহারই শিক্স মহাস্তগিরি করিতেছেন।-সম্পাদক । - -