স্ত্রীরামপুর ৪e৫ পরে মহারাজ বিজয়চাদ মহাতাপচাদ বাহাদুরের পোষ্যপুত্ররূপে গৃহীত হইয়। রাজ্যাধিকার প্রাপ্ত হইয়াছেন। বর্তমান মহারাজা বঙ্গদেশের লেপ্টেনাণ্ট গবর্ণর বাহাদুরের সুযোগ্য সদস্ত অনরেবল ঐযুক্ত লালা বনবিহার কপূর রায়বাহাদুর মহাশয়ের পুত্র। বনবিহারী বাবু মানকরের নিকট গোসাই গ্রামে ১২৫৮ সালে জন্মগ্রহণ করেন। ইনি দয়া দাক্ষিণ্যাদি গুণে সুশোভিত এবং তীক্ষদর্শী ও রাজকাৰ্য্যে সুপটু ৷ বাঙ্গাল সাহিত্যে ইনি বিশেষ অমুরাগী এবং দরিদ্রের দুঃখমোচনে সততই মুক্তহস্ত। ইনি অতীব সামান্ত অবস্থা হইতে নিজ ক্ষমতাবলে বিলক্ষণ উন্নতি করিয়াছেন । এরূপ লোক যথার্থই প্রশংসার পাত্র।” এই সময়ে ট্রেণ হুপান্থপূ শব্দে সেওড়াফুলি অতিক্রম করিয়া শ্রীরামপুরে আসিয়া পহুছিল । দেবগণ ষ্টেশনের বাহিরে আসিয়া একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিলেন এবং কয়জনে দেখিতে দেখিতে নগরাভিমুখে চলিলেন । তাহারা যে দিকে চাহেন, দেখেন—সুন্দর সুন্দর অট্টালিকা সকল বিরাজ করিতেছে। ঘরে ঘরে কনসার্ট বাজিতেছে । সকলেই সানন্দচিত্ত ; যেন নগরবাসিগণ নিরানন্দ কাহাকে বলে জানে না । পিতামহ নগরের শোভা সৌন্দৰ্য্য দর্শনে মুগ্ধ হইয়া কহিলেন, “বরুণ ! এ নগর নিৰ্ম্মাণ করে কে ?” ঐীরামপুর বরুণ। এই সুন্দর স্থানটার নাম ঐরামপুর । খ্রীরামপুর ব্রিটিশ, ইণ্ডিয়ার মধ্যে অতি উৎকৃষ্ট স্থান । এই স্থানে পুৰ্ব্বে খৃষ্টমিসনরির বাস করিতেন ; নগরট ডেন্সদিগের দ্বারা নিৰ্ম্মিত হয়। উহারা ইহাতে ১৭৫৫ খৃঃ হইতে ১৮৪৫ খৃঃ পৰ্য্যন্ত প্রায় ৯০ বৎসর রাজত্ব করিয়াছিল । তৎপরে অনুন ১২০,০০০ টাকা মূল্যে ইংরাজদিগকে বিক্রয় করিয়াছে। দেবগণ ইহার পর এক স্থানে বাসা করিয়া কিঞ্চিৎ বিশ্রাম করিলেন তৎপরে ভাগীরথীতে স্নান করিতে চলিলেন। গঙ্গাতীরে উপস্থিত হইয়৷ পিতা
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।