8ම්ෂ দেবগণের মর্ত্যে আগমন মহ কছিলেন, “আহা! তীরে স্বন্দর অট্টালিকা—বিশেষতঃ বাধা ঘাট বিরাজ করাতে আমার স্বরধুনীর কি আশ্চৰ্য শোভা হইয়াছে।” বরুণ। পিতামহ । সম্মুখে দেখুন—ময়দা এবং সুরকীর কল । ব্ৰহ্মা। ময়দার কল ? কলে ময়দা তৈয়ার হচ্চে ? বরুণ। আজ্ঞে, কলে গম ভাঙ্গিয়া অতি উৎকৃষ্ট ময়দা প্রস্তুত করিয়t দিতেছে । যে ময়দ শত শত লোক এক দিনে প্রস্তুত করিতে পারে না, কলে তাহ এক ঘণ্টায় প্রস্তুত করিয়া দেয়। দেবগণ স্নানান্তে বাসায় আসিয়া আহারাদি করিয়া কলেজ দেখিতে চলিলেন । তথায় উপস্থিত হইয়া দেবরাজ কহিলেন, “বরুণ। কলেজ বাড়ীটি ত৷ বড় সুন্দর । বিশেষতঃ ইহার চুড়াগুলি দেখিতে বড় সুন্দর । কলেজের সন্নিকটস্থ বাড়ী এবং তাহার সংলগ্ন পুষ্পোপ্তান সকল দেখিয়া আমার যেন অমরাবতী বলিয়া ভ্রম জন্মিতেছে।” বরুণ। দেবরাজ ! এই কলেজ-বাড়ীটি নিৰ্ম্মাণ করিতে প্রায় ১৫,•••• টাকা ব্যয় হইয়াছিল। ইহার ছাদ এবং সিড়ি লৌহে নিৰ্ম্মিত। দেবগণ গৃহমধ্যে প্রবেশ করিয়া দেখেন—বালকগণ বিদ্যাধ্যয়ন করিতেছে। প্রত্যেকেরই হস্তে এক খানি বাইবেল। তাহার একটা গৃহে প্রবেশ করিয়া যে দিকে চাহেন, দেখেন—উত্তম উত্তম বাধান অসংখা পুস্তক রহিয়াছে । উপ। বরুণ কাক ! এ ঘরে যে পুস্তকগুলা রহিয়াছে, বোধ হয় এক দুই ক’রে গণতে আমার জীবন কেটে যায়। বরুণ । দেখ দেবরাজ ! এইট কলেজের পুস্তকালয়। এই পুস্তকলয়টতে বিস্তর উৎকৃষ্ট উৎকৃষ্ট পুস্তক আছে। - এখান হইতে সকলে এক স্থানে উপস্থিত হইলে উপ চীৎকার করিয়া কহিল, “বরুণ কাক ! আবার একটা কিসের কল ?” বরুণ । পিতামহ ! কাগজের কল দেখুন। হীরামপুরে কাগজ বলে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।