পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বারাকপুর দেবগণ নগরে প্রবেশ করিয়া দেখেন–রাস্তার একদিক দিয়া একদল গোরা যাইতেছে। অপর দিক দিয়া দুই চারি জন সিপাই চড়িাছে। পিতামহ কহিলেন, “এ স্থানে আসিয়া আমার বড় ভয় করিতেছে। এ স্থানের নাম কি বরুণ ?” বরুণ। এ স্থানের নাম বারাকপুর । এখানে গবর্ণমেণ্টের বারিক ইত্যাদি আছে । নগরটার নাম চাণকৃ। কলিকাতা-সংস্থাপক জব চাণক সাহেব এই স্থানে সৰ্ব্বদা বাস করিতেন । কথিত আছে চাণক সাহেব একটা সুন্দরী feন্দু বিধবাকে সহমরণে চিতা হইতে রক্ষা করিয়া তাহারই পাণিগ্রহণ করিয়ছিলেন । ইহঁদের উভয়ে এতদূর প্রণয় জন্মে যে, স্ত্রীলোকটর মৃত্যু হইলে সাহেব শোকে নিতান্ত অধীর হন । তিনি প্রত্যহ ঐ রমণীর কবরের নিকট যাইয়া রোদন করিতেন ও ভালবাসা দেখাইবার জন্ত এক একটা কুকুট বলি দিতেন। কবরটি অদ্যাপি এখানে বৰ্ত্তমান আছে । উপ । বরুণ কাক ! মাগী বাঙ্গালী, সাহেব ইংরেজ । পরম্পরের কথা কেমন ক’রে বুঝতে পাৰ্বতো ? বরুণ । দেখুন পিতামহ ! এই বারাকপুরেই সৰ্ব্বপ্রথমে সিপাহী বিদ্রোহের স্বত্রপাত ভয় । এই স্থানের সিপাহীর টোটা কাটিতে প্রথমে অস্বীকার করে । দেবগণ বাপ্লিকের নিকট দিয়া বড়বাজারে যাইয়া উপস্থিত হইলেন । উপস্থিত হইয়া দেখেন—নানা দোকানে নানাপ্রকার দ্রব্যাদি বিক্রয় হইতেছে। কোন দোকানের সম্মুখে বসিয়া চারিজন দোকানী তাস খেলিতেছে এবং উভয় পক্ষের স্বপক্ষ হইয়া আর চারি-পাঁচ জন জয় পরাজয় ঘোষণা করিতেছে। খেলোয়াড়দিগের মধ্যে ঐ সময় কাহারও দোকানে খরিদ্ধার আসায় সে নিকটস্থ অপর ব্যক্তিকে "দাদা, আমার হয়ে খেল ত