বারাকপুর দেবগণ নগরে প্রবেশ করিয়া দেখেন–রাস্তার একদিক দিয়া একদল গোরা যাইতেছে। অপর দিক দিয়া দুই চারি জন সিপাই চড়িাছে। পিতামহ কহিলেন, “এ স্থানে আসিয়া আমার বড় ভয় করিতেছে। এ স্থানের নাম কি বরুণ ?” বরুণ। এ স্থানের নাম বারাকপুর । এখানে গবর্ণমেণ্টের বারিক ইত্যাদি আছে । নগরটার নাম চাণকৃ। কলিকাতা-সংস্থাপক জব চাণক সাহেব এই স্থানে সৰ্ব্বদা বাস করিতেন । কথিত আছে চাণক সাহেব একটা সুন্দরী feন্দু বিধবাকে সহমরণে চিতা হইতে রক্ষা করিয়া তাহারই পাণিগ্রহণ করিয়ছিলেন । ইহঁদের উভয়ে এতদূর প্রণয় জন্মে যে, স্ত্রীলোকটর মৃত্যু হইলে সাহেব শোকে নিতান্ত অধীর হন । তিনি প্রত্যহ ঐ রমণীর কবরের নিকট যাইয়া রোদন করিতেন ও ভালবাসা দেখাইবার জন্ত এক একটা কুকুট বলি দিতেন। কবরটি অদ্যাপি এখানে বৰ্ত্তমান আছে । উপ । বরুণ কাক ! মাগী বাঙ্গালী, সাহেব ইংরেজ । পরম্পরের কথা কেমন ক’রে বুঝতে পাৰ্বতো ? বরুণ । দেখুন পিতামহ ! এই বারাকপুরেই সৰ্ব্বপ্রথমে সিপাহী বিদ্রোহের স্বত্রপাত ভয় । এই স্থানের সিপাহীর টোটা কাটিতে প্রথমে অস্বীকার করে । দেবগণ বাপ্লিকের নিকট দিয়া বড়বাজারে যাইয়া উপস্থিত হইলেন । উপস্থিত হইয়া দেখেন—নানা দোকানে নানাপ্রকার দ্রব্যাদি বিক্রয় হইতেছে। কোন দোকানের সম্মুখে বসিয়া চারিজন দোকানী তাস খেলিতেছে এবং উভয় পক্ষের স্বপক্ষ হইয়া আর চারি-পাঁচ জন জয় পরাজয় ঘোষণা করিতেছে। খেলোয়াড়দিগের মধ্যে ঐ সময় কাহারও দোকানে খরিদ্ধার আসায় সে নিকটস্থ অপর ব্যক্তিকে "দাদা, আমার হয়ে খেল ত
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।