পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888. দেবগণের মর্ত্যে আগমন ভাই” বলিয়া ছুটয় গিয়া খরিদ্ধার বিদায় করিতেছে। কোন দোকানে দোকানী খাতায় হিসাব লিখিতেছে এবং এক একবার নিকটে টাঙ্গানে} টিয়া পার্থীর দিকে চাহিয়৷ *হরে কৃষ্ণ, হরে—কৃষ্ণ,—কৃষ্ণ কৃষ্ণ—রাম রাম, পড় ঝুৰা বলিয়া চুমকুড়া দিতেছে। কোন দোকানের দোকানী সুর করিয়া রামায়ণ পাঠ করিতেছে এবং চারিপাচ জন শ্রোতা বসিয়া শুনিতেছে । বরুণ কহিলেন, “পিতামহ ! এ বাজারে সমস্ত দ্রব্যই হার বান্ধিয়া বিক্রয় হয়, নচেৎ দোকানদারের গোরাদিগকে মাতাল দেখিলে প্রতারণা করিয়া বেশী মূল্য লইতে পারে।” এখান হইতে সকলে চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করিয়া দেখেন— শৃগাল, বন্ত মহিষ, শূকর, ব্যাঘ্ৰ, চিতাবাঘ, হরিণ ও নানাপ্রকার পশু পক্ষী রহিয়াছে। বরুণ কহিলেন, “চাণকের চিড়িয়াখান পূৰ্ব্বে বড় উৎকৃষ্ট ও বিখ্যাত ছিল। এক্ষণে ইহার যাবতীয় জীবজন্তু কলিকাতার জুওলজিকেল গার্ডেনে লইয়া গিয়াছে।” ইহার পর দেবতারা বারিকের নিকট উপস্থিত হইয়া সবিস্ময়ে চতুর্দিকে চাহিতে লাগিলেন। এক্ষণে বেলা অপরাহ্ন, এজন্ত ক্যান্টনমেন্ট, আশ্চৰ্য্য শোভা ধারণ করিয়াছিল । তাহার দেখেন—কোন স্থানে কতকগুলি সিপাই প্যারেড শিক্ষা করিতেছে। দেবগণ এক্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস, ক্যান্টনমেন্ট ম্যাজিষ্ট্রেটের বাটী, মিউনিসিপ্যাল হাসপাতাল এবং গবর্ণর জেনেরলের বাট দেখিয়া একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । ঐ যে দোতলাগুলি দেখিতেছেন, উহারই নাম বারিক। ঐ স্থানে সৈন্তের বাস করে। পূৰ্ব্বে ঐ সমস্ত বারিক মাটির ছিল, এক্ষণে ইষ্টক-নিৰ্ম্মিত হইয়াছে।” উপ। বরুণ-কাকা । আমাকে কেন সৈন্তের দলে দাও না ? নারা। সত্য বরুণ, উপকে সৈনিকের দলে দিলে হয়! বরুণ । একে নেবে কেন ? এ যে বাঙ্গালী ।