পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 দেবগণের মর্তে আগমন দুর্গাচরণের ধুতাকে আহ্বান করিয়া পুত্রকে কলেজে পুনঃ প্রবিষ্ট করিয়া দিতে অনুরোধ করিলেন । এইরূপে দুর্গাচরণ যদিও হিন্দুকলেজে পুনঃপ্রবিষ্ট হইলেন, কিন্তু র্তাহাকে অধিককাল তথায় বিদ্যাধ্যয়ন করিতে হইল না। বহু পরিবারের ভরণপোষণে পিতাকে অক্ষম দেখিয়া তিনি বৎসরের মধ্যেই পুনরায় কলেজ পরিত্যাগ করেন। ২১ বৎসর বয়ঃক্রমকালে দুর্গাচরণ মহাত্মা ডেবিড়, হেয়ারের সংস্থাপিত ইংরাজি বিদ্যালয়ে দ্বিতীয় শিক্ষকের কার্য্য প্রাপ্ত হইলেন। এই সময় ইনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করিতে অভিলাষী হন। ইহঁর ডাক্তারি শিখিবার প্রধান কারণ এই,—এক সময় ইহঁার স্ত্রীর পীড়ার ংবাদ ভূত্যমুখে শুনিয়া তাড়াতাড়ি বাট যাইলেন এবং চিকিৎসক লইয়া বাট প্রত্যাগত হইবার পূৰ্ব্বেই দুর্ভাগ্যক্রমে তাহার স্ত্রীর মৃত্যু হয়। এই ভয়ানক সময়ে সুযোগ্য চিকিৎসকের অভাবে তাহার পত্নীকে হাতুড়ের চিকিৎসাধীনে থাকিতে হইয়াছিল । তিনি ইহার বিষময় ফল দেখিয়াই চিকিৎসা বিদ্যা শিক্ষা করিবেন—প্রতিজ্ঞা করেন । হনি ২৮ বৎসর বয়সে পুনরায় দারপরিগ্রহ করিয়াছিলেন । এই সময়ে লর্ড উহালয়ুম খেণ্টিক্‌, সাৰু এডওয়ার্ড রাইন্‌, ডেবিড হেয়ার প্রভৃতি মহাত্মাগণের যত্নে ও পৃষ্ঠপোষকতায় কলিকাতায় “মেডিকেল কলেজ” সংস্থাপিত হয় । দুর্গাচরণ পিতার অভিমতে মেডিকেল কলেজে প্রবিষ্ট হন এবং প্রত্যহ ছুহ ঘণ্ট। করিয়া সেখানে পড়িতেন । হেয়ারের বিদ্যালয়ে জোন্স নামক এক ব্যক্তি তত্ত্বাবধায়ক নিযুক্ত হইয়াই দুর্গাচরণকে অবগত করাহলেন যে, তিনি অতঃপর আর প্রতিদিন দুই ঘণ্টা করিয়া অবকাশ পাইবেন না। ইহাতে দুর্গাচরণ শিক্ষকতা পরিত্যাগ করিয়া অনন্তকৰ্ম্ম ও অনন্তমনা হইয়া কেবল চিকিৎসাশাস্ত্র অধ্যয়নেই মনঃসংযোগ করিলেন । তিনি পাচ বৎসরকাল মেডিকেল কলেজে অধ্যয়ন করিয়া চিকিৎসাশাস্ত্রে বিলক্ষণ ব্যুৎপন্ন হওয়াতে কলেজ পরিত্যাগ করেন। এই সময়ে