8તર দেবগণের মর্ত্যে আগমন বারংবার চাহিতে লাগিলেন। নারায়ণ কহিলেন, “বরুণ ! এ বাড়ীটি কাহার ?” বরুণ । অক্ষয়কুমার দত্ত নামক এক ব্যক্তির । ইনি পিতামহের বেদ লইয়া সাত বৎসরকাল তুমুল আন্দোলন করেন এবং অনেক তর্কবিতর্কের পর সাধারণকে বুঝাইয়া দেন যে, বেদ অভ্রান্ত নহে। ব্ৰহ্মা। ফ্ল্যা ! ইহঁার এমন ক্ষমতা ! অতএব বরুণ আমাকে সংক্ষেপে ইহঁার জীবনবৃত্তাস্ত বল । বরুণ। ইনি নবদ্বীপের প্লিকষ্টস্থ চুপী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ইহঁর পিতার নাম পীতাম্বর দত্ত । ইনি সপ্তম বর্ষ বয়ঃক্রমকালে গুরুমহাশয়ের পাঠশালায় পড়িতে আরম্ভ করিয়া তিন বৎসরের মধ্যে সমস্ত পাঠ শেষ করেন। একাদশ বৎসর বয়ঃক্রমকালে ইনি কলিকাতায় আইসেন এবং বাটাতে পার্স পড়িতেন। কলিকাতায় আসিলে ইহার পিতা এবং আত্মীয়ের ঐ ভাষা শিক্ষা দিতে যত্নবান হইলেন। বিবিধ কারণে ইহার ইংরাজী পড়িবার ইচ্ছ৷ হওয়ায় পিতা এবং আত্মীয়বর্গের অনভিমতে খিদিরপুরের একটা মিসনরি স্কুলে ভৰ্ত্তি হন। খ্ৰীষ্টানি স্কুলে পড়া দূষণীয়, এজন্য ইহার আত্মীয়ের গৌরমোহন আঢ্যের স্কুলে পড়িতে দেন। তখন ইহঁার বয়ঃক্রম ১৬ বৎসর। আড়াই বৎসর আন্দাজ ইংরাজী পণ্ডিলে পর ইহঁর পিতৃবিয়োগ হয় ; সুতরাং সমস্ত সংসারভার নিজ স্কন্ধে পড়ায় বিদ্যালয় ছাড়িয়া দেন । বিদ্যালয় পরিত্যাগ করিয়াও ইনি অধ্যয়নে বিরত ছিলেন না। ইনি বৈজ্ঞানিক গ্রন্থ সকল পাঠ করিতে ভাল বাসিতেন। ঐ সম্বন্ধের পুস্তকাদিই বেণী পড়িতেন এবং জ্যোতিষ শাস্ত্রের আলোচনাও করিতেন । ইনি প্রথমে-পদ্য লিখিতে চেষ্টা করেন। প্রভাকর পত্রে সেই সমস্ত পদ্য প্রচারিত হয়। সংস্কৃত ভাষা শিক্ষা করিলে বাঙ্গালা ভাষায় উত্তমরূপ লিথিতে পারা যাইবে, এই মানসে ইনি বিংশতি বৎসর বয়ঃক্রমকালে ংস্কৃত শিক্ষা করিতে আরম্ভ করেন। ১৭৭২ শকে তত্ত্ববোধিনী পাঠশালায়
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।