পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহারাণপুর སེང་གེས་རྗེ་ སྙིང་བ་ হাইয়া যাইব । নচেৎ আর সমস্ত দিন পরিশ্রম করিয়া বাখারি চেচে চেচে কলম তৈয়ার করিতে পেরে উঠিনে ৷” সাঙ্গরাণপুর একটি বিখ্যাত জেলা । এখানে গবর্ণমেণ্টের জজ আদালত প্রভৃতি যাহা আবশ্যক সমস্তই আছে । দেবগণ অপরাহ্লে নগর ভ্রমণ করিয়া ‘বশেষ পরিতুষ্ট হইলেন এবং পুনরায় বাজারে প্রত্যাগমন পূর্বক কাঠের ফুলকাটা বাক্স দেখিয়া বিশেষ প্রশংসা করিলেন এবং প্রত্যাগমন-সময়ে প্রত্যেকে এক একটি খরিদ করিয়া স্বৰ্গে লইয়া যাইবেন স্থির হইল । * বরুণ । “দেখ কৃষ্ণ, রাত্রিদোগে ধূমপান করিতে হইবে । অতএব এক পয়সায় দুইটা ম্যাচ বক্স লওয়া যাকু” বলিয়৷ দুইটি খরিদ করিলেন। ব্ৰহ্ম ৷ এক পয়সা দুইটি বাক্সের দাম । এর চেয়ে আধ পয়সার গন্ধক কিনে ঘরে দেশলাই তৈয়ার করলে কি সস্তা পড়ে না ? বরুণ । “ইহার বিশেষ গুণ এই, চকু জালিতে আগুনের প্রয়োজন হয় ন, বাক্সের গাত্রে ঘর্ষণ করিবামাত্র আগুন হয় ।” বলিয়া, যেমন একটি কাটি ঘসিলেন, অমনি দপ, করিয়৷ জলিয়া উঠিল । দেবগণ তদর্শনে বিস্ময়াভিভূত হইয়। “দেখি, আমি পারি কি না” বলিয়া ইনি একটি, উনি একটি জালেন আর কচি ছেলের মত ফিক ফিক্ করিয়া চাস্ত করেন। তৎপরে তাহার। ষ্টেশন অভিমুখে চলিলেন । এই স্থান দিয়া সিন্থপঞ্জাব রেলওয়ে যাইয়াছে। দেবগণ ষ্টেশনে উপস্থিত হইলে ব্রহ্মা “এটা কি, ওটা কি, এ কেন, ও কেন” ক্রমান্বয়ে প্রশ্ন করিতে লাগিলেন, এবং বরুণ যথাযথ প্রত্যুত্তর দিলেন। ঐ দিন কাৰ্য্যগতিকে ট্রেণ আসিতে বিলম্ব হওয়ায় বরুণ বলিলেন, “পিতামহ । অনর্থক এখানে দাড়াইয়া থাকার অপেক্ষা চলুন আমরা ওয়েটি রুমে যাইয়া বিশ্রাম করি” বলিয়া, যেমন সকলে প্রবেশ করিলেন, অগ্নি চাপরাসী নিষেধ করিয়া কহিল *এ তোমাদের জন্ত নহে ।” * সাহারাণপুরের ফুলকাটা বাক্স বড় বিখ্যাত।