পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-8&o দেবগণে মর্ত্যে জাগমন ভিখারিণী ছুটিয়া পলাইয়া আলিতেছে এবং কহিতেছে “না হয় এক মুঠা লিনা বেলি কি কি হালদিল্লি" দেবগণ বেড়াইতে বেড়াইতে জয়কৃষ্ণ বাবুৰ বাটীব নিকট যাইলেন। বরুণ। এই জয়কৃষ্ণ বাবুব ব দিকে কাছারি বাটী। ঐ স্থানে গোপালেশ্বর নামক একটী ছন। জয়কৃষ্ণ বাবুর ন্তায় বিষয়কৰ্ম্মে এমন উপযুক্ত লোক বাঙ্গালায় দ্বিতীয় নাই ; ইহার স্মরণশক্তি অসাধারণ। কোন তালুকে কোন সনে কত টাকা আনা পাই আদায় হইয়াছে, পর বৎসরে বিনা কাগজ পত্র দৃষ্টে বলিতে পারেন । * দেবগণ আবার চলিলেন। যাইতে যাইতে বরুণ পিতামহের কানে কানে কি বলিলেন । পিতামহ তৎশ্রবণে “বিষ্ণু স্ল্যা ! ব্রহ্মত্র !" বলিয়া নিজ কপালে করাঘাত করিলেন । র্তাহার এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “জয়কৃষ্ণ বাবুর মধ্যম ভ্রাতা মৃত রাজকৃষ্ণ বাবুর বাড়ী দেখুন। তাহার ভাল আমগাছে বড় সখ ছিল । তিনি ভাল গাছের কলম প্রস্তুত করিয়া লোককে বিতরণ করিতেন। তাহার জ্যেষ্ঠ পুত্র হরিহর বাবু ওদিকে ঐ বড় বাড়ীটি করিয়াছেন। এমন সুন্দর বাড়ী কলিকাতার মধ্যে আছে কি না সন্দেহ। বাড়ীটি ৮।১০ বৎসর অবধি প্রস্তুত হইতেছে ; প্রায় ৮১০ লক্ষ টাকা ব্যয় হইয়া গিয়াছে। বাড়ীতে গির্জার গম্বুজের স্তায় ঐ একটি অংশ দেখিতেছেন, উহাতে একটা ঘড়ী চলিতেছে ; ঐ ঘড়ীটি হামিণ্টন কোম্পানীর দোকান হইতে বাবু সাড়ে চারি হাজার টাকা মূল্যে খরিদ করিয়া

  • জয়কৃষ্ণবাবুর মৃত্যু হইলে তাহার স্বযোগ্য পুত্র রাজ প্যারীমোহন মুখেপাধ্যায় সি, এস, আই, মহোদয় পিতার বিবিধ সদগুণের অধিকারী হইয়া সমস্ত পৈতৃক বিষয়ের তত্ত্বাবধান করিতেছেন। ইহঁর স্থায় মেধাবী, বিচক্ষণ ব্যক্তি বঙ্গসমাজে বিরল। ইনি কয়েকবার ছোটলাট ও বড়লাটের ব্যবস্থাপক সভায় সদস্ত নিৰ্দ্ধারিত হইয়াছিলেন –

সম্পাদক ।