한8C: দেবগণ জয়কৃষ্ণ বাবুর -- ....৯৬ললপত্রাতৃগণের বাড়ী দেখিয়া ষ্টেশন অভিমুখে চলিলেন। যাইতে যাইতে বরুণ কহিলেন, “এক্ষণে বালি ও উত্তরপাড়ায় বিস্তর জমীদার হইয়াছেন।” ডাক্তার, উকীল, হাকিম, বি এ, এম এ, প্রভৃতিরও ছড়াছড়ি হইয়াছে। আজকাল এখানকার যে মূর্থ সেও ৫০/৬০ টাকা উপার্জন করিয়া থাকে। এক সময় বালির অবস্থা অতি শোচনীয় ছিল । তখন এখানে সুশিক্ষিত ও স্বসভ্য লোকের নাম মাত্র ছিল না। এ স্থানের এত উন্নতির মূল সুপ্রসিদ্ধ লর্ড পদ্মলোচন মুখোপাধ্যায়। ইন্দ্র। পদ্মলোচন মুখোপাধ্যায়ের পূৰ্ব্বে আবার একটা লর্ড কেন ? বরুণ। ইনি এমন পরোপকারী ও সত্যবাদী ছিলেন যে, সাহেবের দেখিয়া মুগ্ধ হইয়া ঐ উপাধি প্রদান করেন। ব্ৰহ্মা। তুমি লর্ডের জীবনবৃত্তাস্ত আমাকে শুনাও। বরুণ। ইনি ১১৮৫ সালে (১৭৭৮ খৃঃ অব্দে) বালিগ্রামে জন্মগ্রহণ করেন, ইহারা জাতিতে ব্রাহ্মণ । পিতার নাম গোকুলচন্দ্র মুখোপাধ্যায়। ইনি পাঠশালায় পাঠ শেষ করিয়া জানবাজারের "ফ্রী" স্কুলে ইংরাজী শিক্ষা করিতে আরম্ভ করেন। বিদ্যালয় পরিত্যাগ করিয়া কলিকাতার কোন সওদাগরের বাড়ীতে সামান্ত বেতনের একটা চাকরী করেন । ইহার পর রেভিনিউ অফিসে ১৫ টাকা বেতনে কেরাণী হন। সাহেবের তাহার বিদ্যা বুদ্ধি দর্শনে সন্তুষ্ট হইয়া ঐ আফিসে একশত টাকা বেতনে রেজিষ্ট্রারের পদে র্তাহাকে নিযুক্ত করেন। ঐ পদের এই প্রথম স্বষ্টি হয়। পদ্মলোচন বাবু এই সময় বালিতে বিদ্যালয় না থাকায় গ্রামস্থ সকলকে অসভ্য ও মুর্থ . দেখিয়া নিজের ব্যয়ে একটী বিদ্যালয় সংস্থাপিত করেন। বিদ্যালয়ের বালকদিগকে বিনা বেতনে পড়ান হইত। এইরূপে ছাত্রেরা অল্প অল্প
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।