পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36:b- দেবগণের মর্ত্যে *भमन লিখিতে ও পড়িতে পারিলে তিনি তাহাদিগকে লইয়া গিয়া নিজের আফিসে চাকরী করিয়া দিতেন। সাহেবেরা ইহঁার বেঞ্চন বৃদ্ধি কবিয়া দিবার চেষ্টা করিলে কহিতেন “আমি যাহা প্রাপ্ত হই, "তাহাতে আমাব.একপ্রকার চলিতেছে, অতএব আমার অধীন অল্প বেতনের কেরাণীদিগের বেতন বৃদ্ধি করিয়া দিলে ভাল হয়।” সাহেবেরর্তাহার সত্যবাদিত ও পরোপকারিত দর্শনে মুগ্ধ হইয়া লর্ড উপাধি প্রদান করেন। ইনি হিন্দুধৰ্ম্মে বিশ্বাস করিতেন এবং শেষ বয়সে পেন্সন লইয়া তীর্থ ভ্রমণে যাত্রা করিয়াছিলেন। তীর্থ হইতে প্রত্যাগমন করিয়৷ ১২৭৭ সালে ( ১৮৫০ অব্দে ) ৬৭ বৎসর বয়ঃক্রমকালে মৃত্যুমুখে পতিত হন। নারা । বালিতে আর কি আছে ? বরুণ । উত্তরপাড়ায় “হিতকরী সভা” নামে একটি সভা আছে। এ সভার দ্বারা দেশের যথেষ্ট হিত সাধিত হইয়াছে । বালিতে অনেক ব্ৰাহ্মণের বাস আছে। দেবগণ ষ্টেশনে আসিয়া টিকিট ক্রয় করিলেন। যথাসময়ে ট্রেণ আসিল এবং সকলে কষ্টে স্বষ্টে স্থান সংকুলান করিয়া লইয়া বসিলেন। দেখিতে দেখিতে ট্রেণ অতি ধীরে ধীরে ঝন ঝন ঝনাৎ” ঝন ঝন্‌ ঝনাৎ" শব্দে চলিতে লাগিল। দেবগণ চাহিয়া দেখেন—চতুর্দিকে অসংখ্য রেল রাস্ত। কোন রেল দিয়া একখানি মাল বোঝাই গাড়ী আসিয়া থামিল । কোন রেল দিয়া একখানি গাড়ী আরোহী লইয়া রওনা হইবার উদ্যোগ করিতেছে। কোন রেল দিয়া একজন কলচালক বংশীধ্বনি করিতে করিতে একখানি ইঞ্জিন লইয়া ছুটয় যাইতেছে। কোন রেলে কতকগুলা গাড়ী থামিয়া রহিয়াছে। কোন স্থানে ভাঙ্গা গাড়ী মেরামত হইতেছে । কোন স্থানে গাড়ীতে রং মাখাইতেছে। স্থানটা ধূমে অন্ধকার। বরুণ কহিলেন “এই হাবড়ায় ট্রেণ আসিল ।- "হাবড়ার পর পারেই কলিকাতা ।” এই সময় ট্রেণ “কঁ্য কোচ ঝনাৎ" শব্দে প্লাটফরমে থামিল। উপ তাড়াতাড়ি