পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 দেবগণের মর্ত্যে আগমন বরুণ। আমাদের জন্ত নহে কেন ? এই ত স্পষ্টাক্ষরে লেখী রহিয়াছে “ওয়েটিং রুম ফর জেন্টেলমেন।” চাপ । জেণ্টেলম্যান শব্দে ইংরাজ জাতি, অন্ত নহে। বরুণ। তবে ‘ওরেটিং রুম ফর ইংলিস জেণ্টেলমেন’ লেখা নাই কেন ?” বলিয়া বলপূৰ্ব্বক প্রবেশ করিতেছেন, এমন সময় চাপরাসী পুনরায় কহিল, *প্রবেশ করিবেন না, প্রবেশ করিলে অপমানিত হইবেন ।” বরুণ। তুমি জান—সদাশয় কোম্পানির এরূপ নিয়ম নয় ; আমাদের প্রতি তোমার দুৰ্ব্ব্যবহারের কথা কোম্পানিকে জানাইলে তোমার কৰ্ম্ম যাইবার সম্ভাবনা । -ইন্দ্র । ওহে ভাই, ফিরে এস ; ও ঘরে বসে কি আমরা চতুভুজ হব ? দেবগণ অন্ত দিকে প্রস্থান করিতেছেন, এমন সময় বরুণ গৃহের ভিতর দিকে উকি মারিয়া উচ্চ হাস্ত করিয়া উঠিলেন। ইন্দ্র । কি হে ? বরুণ। ভিতরে একজন জেণ্টেলম্যান বসে আছে দেখেছে ? ইন্দ্র । কই না ; কে বসে আছে ? বরুণ। তোমার স্মরণ থাকৃতে পারে, জয়ন্তের বিবাহের সময় মেয়েদের উপরোধে যমালয় হ’তে যে একদল ইংরাজী বাজাওয়াল আনা হয়, তন্মধ্যে ডিফু নামক যে ব্যক্তি জয়ঢাক বাজায়, তার পুত্র পিত্রু জেন্টেলম্যান সেজে বসে আছে । চাপ । টুপির এমি গুণ ! বরুণ। টুপির এত আদর ? চাপ। হ্যা, মাথা খোলা পা খোলা অসভ্যদিগকে সুসভ্য ইংরাজজাতি বিশেষ ঘৃণা করেন, এজন্য গবর্ণমেণ্ট আফিসের চাপরাসীরা পর্য্যন্ত মস্তকে পাকৃড়ি ধারণ করে।