বালি - 8$లి এই আশঙ্কায় অধিক বল প্রয়োগ করিতে পারে নাই। এই পোলের দ্বার হাবড়া ও কলিকাতা যোগ করা হইয়াছে। এ প্রকার নদীর উপর ভাসা পোল আর দ্বিতীয় নাই। ইহা নিৰ্ম্মাণ করিতে ১৮ লক্ষ টাকা ব্যয় হয়। পোলটি ১৫৩০ ফিট লম্বা ও ৪৮ ফিট চোড়া । ১৮৭৪ সালের অক্টোবর মাসে এই পোল খোলা হয় । গঙ্গা। বাবা ! তুমি বিধাতা । তোমার কাজ সকলের ভাগ্যে মুখ ঃখ লেখা ; কিন্তু তোমার জীপাদপদ্মে আমি এত কি অপরাধ করেছি যে, আমার ভাগ্যে এত কষ্ট লিখেছ? দেবকুলে, অস্থরকুলে, নরকুলে, এ হতভাগিনী—এ চিরদুঃখিনীর মত দুঃখ ভোগ করতে কে আছে ? আমার এমনি কপাল যে, রাজা লোকের দুঃখ দূর করেন, তিনি স্বয়ং উদ্যোগী হইয়া এ অবলার প্রতি অযথা অত্যাচার করিতেছেন । তিনি আমাকে যেখানে সেখানে বঁাধিতেছেন, বাদীর মত জাহাজ ও ষ্টীমার বহাঁয়ে বহান্ত্রে কোমর ভেঙ্গে দিতেছেন ; এত করেও র্তাহার সাধ মেটে নাই—আবার এক সপত্নী জুটারে দিয়েছেন। • ব্ৰহ্মা। সে কি মা ! তোমার আবার সপত্নী ! গঙ্গা । ই বাবা ! কলের গাড়ী আমার সপত্নী হয়েছে । আমি সকল বর্ণ, সকল পাপী ও সকল ধৰ্ম্মাক্রাস্ত ব্যক্তিকে সন্তোষের সহিত কোলে স্থান দান করিতাম, এক্ষণে সে সেই কাজ করিতেছে। পূৰ্ব্বে নৌকাদিতে আমার উপর দিয়া বাণিজ্যদ্রব্যাদি আসিত বলিয়া মহাজনেরা সময়ে সময়ে শ্রদ্ধা ভক্তির সহিত আমার পুজাদি করিত ; এক্ষণে সে সেই দ্রব্যাদি বক্ষে বহন করায় আমার সে মুখটুকুও গিয়াছে। আমার জলে জীবন ত্যাগ হইলে লোকের স্বৰ্গপ্রাপ্তি হয়, এজন্য যে একটা ভক্তি ছিল, তাহাও দিন দিন যাইতেছে। কারণ, সে জীবগুলোকে সজ্ঞানে বহন ক’রে স্বৰ্গদ্বার ধারাণসী প্রভৃতি স্থানে সদ্যই রাখিয়া আসিতেছে । তাহার wমুখের দশা দেখে আমার হাঙ্গর কুম্ভীর প্রভৃতিগুলো ষ্টেশনমাষ্টার প্রভূতি
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।