পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

लिल्ली Հգ ইন্দ্র । আহা ! এমন জানলে আমরা সেজে গুজে টুপী মাথায় দিয়ে আসিতাম । & এই সময়ে ট্রীং ল্যাটাং, ট্রীং ল্যাটাং করিয়া টিকিট দিবার ঘণ্টা দেওয়া হইল। দেবতারা যাইয়া দিল্লী পর্য্যন্ত টিকিট লইলেন। যথাসময়ে হুপ হপ গুপ, গুপ শব্দে ট্ৰেণ আসিয়া উপস্থিত হইল। দেবগণ সত্বরে টেণে উঠিয়া বসিলেন, চারিদিক্ হইতে “চাই জলখাবার” “চাই পাণ” শব্দ হইতে লাগিল, এবং একজন সাহারুণপুর” বলিয়৷ চীৎকার করিতে . লাগিল । ক্রমে নীল রঙের লণ্ঠন দেখান হইল। ওদিকে ডাইল সাতলানোর দ্যায় যেমন একটা ভয়ঙ্কর শব্দ হইল, সেই সঙ্গে বংশীধ্বনি হইয়া ট্রেণ পূৰ্ব্বের স্তায় হুপ ছপ, গুপ, ওপ শব্দে চলিতে লাগিল। ট্রেণের চলন দেখিয়া দেবগণ হেসে বাচেন না। ক্রমে ক্রমে ট্রেণ দিল্লীতে আসিয়া উপস্থিত হইল । দিল্লী ট্রেণ হইতে অবতীর্ণ হুইয়া সকলে গেটের নিকট টিকিট দিয়া বাহিরে যাইয়া দেখেন, অসংখ্য গাড়ী দণ্ডায়মান। গাড়োয়ানের “বাবু, এ বগীতে আসুন, এ বগীতে আমুন” বলিয়া চীৎকার করিতেছে । * দেবগণ একখানি গাড়ীতে উঠিবামাত্র গাড়োয়ান দ্রুতগতি নগরাভিমুখে- লইয়া চলিল । র্তাহারা যমুনাতে স্নান আঙ্গিক করিয়া বৈকালে নগর ভ্রমণে চলিলেন। + যাইতে যাইতে ব্ৰহ্মা কছিলেন “বরুণ ! এ সহরে তিনপ্রকার মন্দির দৃষ্ট হইতেছে কেন ?” 蠟 বরুণ। আজ্ঞে দিল্লী পর্য্যায়ক্রমে হিন্দু, মুসলমান এবং ইংরাজ জাতির রাজধানী হয় ; সেইজন্ত প্রথমে মন্দির পরে মসজিদ এবং সৰ্ব্বশেষে চর্চ নিৰ্ম্মিত হইয়াছে । ইন্দ্র। কোন হিন্দু রাজা এখানে রাজত্ব করিয়াছিলেন ?

  • দিল্লীতে সকল প্রকার গাড়ীকেই বৰ্গী কহে। -- - ? निल्लो बयूनोग्न छअब्र ।