পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালি 8Ꮼ☾ করি, অমনি বুকের উপর দিয়ে ঘড়ঘড় শব্দে গাড়ী গিয়ে ঘুম ভেঙ্গে দেয়। তাসার পর আবার দুই পারে চট, পাট, তেল ও শুরকী প্রভৃতির এত কল বসায়েছে, সেগুলোর শব্দে ও ধোঁয়ায় আমার মৃত্যুবস্ত্রণ উপস্থিত হয় । ব্ৰহ্মা। মরি । মরি! গঙ্গা । দুঃখে কষ্টে যদি আমার পেটে চড়া পড়ে, কেটে থও থও করে। আমি কোন দিকে যাব না বল্পে জোর ক’রে কেটে সেই দিকে নিয়ে যায়। এখন ভাবি, হায়! আমার যে বেগ শঙ্কর ভিন্ন অপর কেহ ধুরণ করিতে পারিতেন না, যে বেগে সেই দিগগজ ঐরাবত পর্য্যন্ত ড়ৈসে গিয়েছিল—সেই বেগ নিয়ে ইংরাজের কি নাচনই নাচাচ্চে। তার "র শোন—বড় বড় জাহাজ ও ষ্টীমার বয়ে বয়ে আমার কোমর ভেঙ্গে স্ব, আমি পাৰ্ববো না ব’ল্লে হেঁচড়ে টেনে নিয়ে যায়। বাবা ! কেবল ই নয়—হুগলীর নীচে আবার আমাকে যেরূপ দৃঢ়ৰূপে বেঁধেছে, তাহাতে |াধ হয় আর আমাকে অধিক দিন বাঁচতে হবে না। ব্ৰহ্মা। আ মরি! মরি! গঙ্গা। বাবা! আমি যেমন নিজ গৰ্ব্বে ফেটে মক্কতাম, সপত্নী ੇ পদ দিলেন দেখে মস্তকে উঠে বসলাম, তেমনি ছত্রিশ বর্ণ । াকে পদে দ’লচে। লোকে বলে—যখন গঙ্গার উপর দিয়া কুকুর াল পার হবে, তখন মাহাত্ম্য আর থাকবে না। এখন তাই তে৷ চ্চ, তবে ত আমার মাহাত্ম্য নাই ! যদি মাহাত্ম্য নাই, তবে আমার ণ হচ্চে না কেন ? আমার উপর লোকের শ্রদ্ধা ভক্তি নাই ; দেখে মাঝির দাড়ে ব’সে জলে মল মুত্র পরিত্যাগ কচে, ঐ দেখ লোকে ন ক’ৰ্বতে ক’বৃতে শ্লেষ্মাদি নিক্ষেপ ক’বৃচে, ঐ দেখ লাহেবের মার পরপার কিরূপে বাধছে । উঃ মা ! পোলের উপর দিয়া এক সঙ্গে ৷৬০ খান গাড়ী গেল । বাবা ! মরণ কেন হ’লে না ? আমি আর কষ্ট সহ করতে পারিনে। দেখ বাবা! এমন রাজা কখন চোখে \9e V