পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8やや দেবগণের মর্ত্যে আগমন দেখি নাই। আধ হাত জমীর দরকার হলে আমার কাছ থেকে কেড়ে নেয়। মিন্ট থেকে বুজয়ে কতদূর এনেছে দেখ ? আমার উপর কেউ:"} চালালে, কি মাছ ধরিলে, কি মড়া পোড়াইলে কর আদায় করে। * ব্ৰহ্মা। গঙ্গে ! মা ! আমি তোমাকে সত্বরেই স্বর্গে লইয়া যাইব । তোমার স্থঃখ দূর হইবার আর বেশী বিলম্ব নাই। আমি তোমাকে কি ব’লে বিদায় দিয়াছিলাম, তা কি তোমার স্মরণ নাই ? বলেছিলাম, "ভাগীরথি ! যখন বন নগর ও নগর বন হইবে, যখন তুমি স্থানে স্থানে স্রোতস্বতী ও স্থানে স্থানে শুষ্ক নদীর আকার ধারণ করিবে, যখন লোকের শ্রদ্ধা ও ভক্তি তোমার উপর থাকৃবে না, সেই সময়ে তুমি স্বর্গে চলিয়। মাসিবে ।” যেগুলি বলিলাম, তাহাদের মধ্যে প্রায় সকলগুলিই ঘটেছে, তবে আর দুঃখ কেন ? আর দশ পনর বৎসর ধৈর্য্য ধ’রে থাক, আমি তোমাকে শুভদিনে শুভক্ষণে স্বর্গে লইয়া যাইব । গঙ্গা। বাবা ভুলো না । তা হ’লে আমি, আত্মহত্য করবো । ম। কেমন আছেন ? ব্ৰহ্ম । ভাল আছেন । গঙ্গা। এখন যাবে কোথায় ? ব্ৰহ্মা । কলিকাতায় গিয়ে বাসা করিগে ও কুলাঙ্গারদিগের আচঞ্চি ব্যবহার দেখিগে । , গঙ্গা। এত কুলাঙ্গার আর কোথাও নাই ! খুব সাবধানে থেকে ও, মধ্যে মধ্যে আমাকে দেখে যেও । - “তবে আমরা এক্ষণে যাই” বলিয়া পিতামহ সজল নেত্রে গঙ্গার প্রতি চাহিতে চাহিতে দেবগণের সহিত পোলের উপর উঠিয়া সবিস্ময়ে চতুৰ্দিষ্ণু, দেখিতে লাগিলেন। মনে মনে কহিলেন, “উঃ! কি অদ্ভূত ক্ষমতা, পোল্প বলে চিনিবার যে নাই।” - ইন্দ্র। বরুণ ! এ ক’রে "কি ? স্ন্যা ! ইংরাজের ক্ষমতাকে