বালি 8○? বহিরি! আচ্ছা—পোলটী ত কাষ্ঠনিৰ্ম্মিত, ভাদরে টানে কাঠ কয়খানা ভাসায়ে নিয়ে যাওয়া যায় না ?
- বৃক্রণ। সাধ্য কি ! এই সেতু এমনি কৌশলে নিৰ্ম্মাণ করেছে, যতই কেন জল বৃদ্ধি হউক না, উপরে ভাসিতে থাকিবে।
উপ। কৰ্ত্তা জেঠা ! চেয়ে দেখ, ওপারে কত জাহাজ জলে ভাসছে । এক এক খানার মাস্তুল আকাশে ঠেকেছে। সেই মাস্তুলের উপর উঠে ইংরাজ নাবিকের রসারলি বাধছে । মিন্সেগুলোকে এখান হ’তে যেন এক একটি বানরের বাচ্ছার মত দেখাচ্চে। আচ্ছ কর্তা জেঠা ! ওরা যদি দৈবাৎ পড়ে মরে—হাড় পাজরা গুলোকে কি আস্ত পাওয়া যায় ? নারা । আচ্ছ বরুণ । এই সমস্ত বৃহদাকার জাহাজ কি উপায়ে পোলের নিম্ন দিয়া যাতায়াত করে ? বরুণ। সপ্তাহের নিদ্ধারিত দিন আছে। ঐ দিনে পোলের স্থানবিশেষ কৌশলে খুলিয়া জাহাজ বাহির করিয়া দিয়া আবার পথ বন্ধ করে । দেবগণ দেখেন—জলে নানা আকারের যান সকল ভাসিয়া যাইতেছে ও আসিতেছে এবং কোন খানি তীরে লাগিতেছে। কোনখানিতে মাল বোঝাই, কোন খানিতে আরোহী বোঝাই, কোন কোন খানি কলিকাতায় মাল নামাইয়া দিয়া প্রস্থান করিতেছে । ছোট, বড় ও মধ্যম আকারের ষ্ট্রীমবোটগুলি পো পে। শব্দে বংশীধ্বনি করিতে করিতে যাইতেছে ও আসিতেছে। পিতামহ কহিলেন, “সার্থক ইংরাজের বুদ্ধিবল, সার্থক ইংরাজের ক্ষমতা! নচেৎ স্রোতস্বতীকে এমন স্থিরভাবে রাখিয়৷ তদুপরি সেতু ভাসাইতে কলিকালে এই দেখলাম, আর সেই দেখেছিলাম ত্রেতাযুগে "