কলিকাতা 8Vଧଃ পরিতেছেন, অমনি এক চাচা পাউরুটি ও বিস্কুটের চাঙ্গারি মাথায় করিয়া ছুটির আসিল । বাবুর দল স্ব স্ব অবস্থামত দুই এক পয়সার কিনিয়া গোগ্রাসে গিলিতে বসিলেন, এবং কতক কতক পকেটে রাখিলেন । নারা । বরুণ । উহার কারা ? বরুণ। উহার আফিসের কেরাণী। কলিকাতার সন্নিকটস্থ গ্রাম সকলে উহাদের বীপ। ঐ দলের অধিকাংশই ব্রাহ্মণ। উহার কলিকাতার আফিসে কাজকৰ্ম্ম করিয়া থাকে, এজন্য প্রাতে বাট হইতে আহার করিয়া দশ পনর জনে ভাগে একখানি নৌকা ভাড়া করিয়া এখানে আইসে * । কাজকৰ্ম্ম শেষ হইলে দিবাবসানে বাট যায়। প্রাতে আহার করায় এক্ষণে জঠরানল জলিয়া উঠিয়াছে, তাই ঐ রুট বিস্কুটগুলি আহুতি দিতেছে। বিশেষতঃ আফিসে যাইবার পূৰ্ব্বে কিছু খেয়ে না নিলে সমস্ত দিনই বা গাধ খাটুনি থাটিতে পারবে কেন ? ব্ৰহ্মা । শ্ৰীবিষ্ণু!, মা ! ব্রাহ্মণের ছেলে ? উপ। কর্তী জেঠা ! কলিকাতায় যদি আমার কাজকৰ্ম্ম হয়, তা হ’লে ওদের মত পেটপুরে খেয়ে বাচি । ব্ৰহ্মা। তুমি উৎসল্প যাও কুলাঙ্গার । ওরা কি খাচ্চে দেখুচে না ? বরুণ ! ওদের পাপের কি কোন প্রায়শ্চিত্ত আছে ? বরুণ । উহাদের প্রায়শ্চিত্ত প্রতিদিনই হইয়া থাকে। আফিসে যতক্ষণ থাকেন, দেশী ও বিলাতী সাহেবদের কটু কথা ও তিরস্কার শুনেন। যাহার ভাগ্যবল অধিক, তাহার পদাঘাতও লাভ হয়। ইন্দ্র । সাহেব কি আবার দেশী ও বিলাতী দু-রকম আছে ? বরুণ। আছে বৈ কি ! কতকগুলি সাহেব যথার্থ বিলাতজাত, তাহারাই বিলাতী ; আর কতকগুলি এদেশজাত, তাহারাই দেশীয় বা
- এক্ষণে পোর্ট কমিশনরদের ফেরি ষ্টীমার হওয়ায় এই সকল লোকের বিশেষ স্ববিধ হইয়াছে।—সম্পাদক ।