পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१२ দেবগণের মর্ত্যে আগমন দোকান, ক্ষুদ্র ক্ষুদ্র গলি, বৃহদাকার অট্টালিকা সকল বিরাজ করিতেছে। খরিদারের ভিড়, গাড়ী ঘোড়ার ভিড়, মাল আমদানী ও রপ্তানির ভিড় । বরুণ বড়বাজারের মধ্যে একটা দোতাল বাস স্থির করিয়া দেবগণের সহিত উপরে উঠলেন এবং কিঞ্চিৎ বিশ্রাম করিয়া উপকে সঙ্গে লইয়া বাজার করিতে চলিলেন। দেবগণ বারাওয়ে দাড়াইয়া যতদুর দৃষ্টি চলে দেখিতে লাগিলেন । কিয়ৎকাল পরে বরুণ ও উপ একজন মুটের সহিত প্রত্যাগমন করিলেন। দেবগণ মুটের মাথা হইতে দ্রব্যাদি নামাইয়া লইয়া অগ্ৰেই ঘলী দেখে হাস্ত করিতে লাগিলেন। এবং ফু দিয়া উড়াইবার জন্য নারায়ণ বিধিমত প্রকারে চেষ্টা করিলেন । বাসায় একটি জলের পাইপ ছিল । বরুণ কহিলেন, “তোমরা সকলে ঐ কলের জলে মুখ হাত ধুয়ে লও। জলের কলের নাম গুনিয়া দেবগণ সেই দিকে ছুটিয়া যাইলেন, কিন্তু জল বাহির করিতে না পারিয়া ফাঁপরে পড়িলেন। শেষে বরুণ হাসতে হাসতে যাইয় দেখাইয়া দিলে দেবগণের আনন্দ দেখে কে । ইনি একবার জল বাহির করেন, উনি একবার জল বাহির করেন, এই প্রকারে অনবরত জল নষ্ট করিতে লাগিলেন । বৃদ্ধ পিতামহ কহিলেন, “বরুণ ! এ করেচে কি ? য়্যা । কোথা দিয়া যে কেমন ক’রে জল আসছে, কিছু ঠিক পাইবার যে নাই। ধন্ত ইংরাজের বুদ্ধিবল ॥” বরুণ স্বয়ং আহারীয় দ্রব্যাদি প্রস্তুত করিতে লাগিলেন এবং আর সকলে যোগাড় দিতে লাগিলেন। উপ কথন কথন হা করিয়া পাইপের নিকটে মুখ দিয়া জল পান করিতেছে ; কখন হাত দিয়া পাইপের মুখ চাপিয়া ধরিতেছে। আহারীয় দ্রব্যাদি প্রস্তুত হইলে সকলে আহার করিলেন এবং অপরাহ্লে সহর ভ্রমণে বাহির হইলেন। বরুণ কহিলেন, সকলে খুব সাবধানে চল, বড়বাজারের ভিড়ে না হারাইয়া যাও।” দেবতার সাবধানে চলিলেন। এক স্থানে উপস্থিত হইয়। দেখেন—