পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 8૧૯ টাকা, ও টাকার বিনিময়ে নোট লয়। বেঙ্গল ব্যাঙ্ক ১৮৯৯ সালে এই ৩নং ষ্ট্রগুরোডে স্থাপিত হয়।. কলিকাতায় অনেকগুলি বাঙ্ক আছে। যথা—আগ্রাব্যাঙ্ক, চার্টারব্যাঙ্ক, দিল্লীব্যাঙ্ক, দ্যাসন্তালব্যাঙ্ক ইত্যাদি । ইন্দ্র । একবার ভিতরে চল না, দেখে আসি স্বর্গে যাইয়া টাকার বিনিময়ে কাগজ চালাইবার ইচ্ছ। আমার অনেক দিন হইতে হইয়াছে। অতএব বেঙ্গল ব্যাঙ্কের ধরণ-ধারণগুলো দেখে লওয়া আবশ্যক। বরুণ এ কথায় সম্মত হইলেন এবং দেবগণকে ভিতরে লইয়া যাইলেন । র্তাহারা দেখিয়া অবাক্ ! দেখেন—বারিকের মধ্যে স্তরে স্তরে টাকার তোড়া সাজান রহিয়াছে। সঙ্গিন চড়ান সিপাহিগণ পাহারা দিতেছে । উপ টাকার তোড়া দেখিয়া মনে মনে ভাবিতে লাগিল—উহার মধ্য হইতে দুই চারি তোড়া যদি দেয়, তাহা হইলে আর চাকরী করিনে—ব্যবসা করে থাটাই । দেবগণ দেখেন, ব্যাঙ্কে লোক জনের ভয়ানক জনতা । কেহ নোট ভাঙ্গাইতেছে, কেহ নোট লইতেছে, কেহ কোম্পানীর কাগজ বিক্রয় করিতেছে, কেহ সেই কাগজ কিনিতেছে। কাহারও হাতে এক তাড়া নোট, কাহারও হাতে কতকগুলো কোম্পানীর কাগজ এবং কাহারও হাতে কতকগুলি করিয়া চেক রহিয়াছে । কোন ঘরে পাল্লা করিয়া টাকা ওজন করিয়া দিতেছে । কোন ঘরে বসিয়া কতকগুলি কেরাণী লেখা পড়া করিতেছে এবং কোন কোন ঘরে ঝন ঝন্‌ শব্দে টাকা ঢালিতেছে। দেবরাজ নোটবুকে কাগজের আকার ও দীর্ঘ প্রস্থ লিখিয়া লইলেন । উপ। বরুণ-কাকা । এখান থেকে পলাই চল ; টাকার শব্দে কানে তালা লাগিবার সম্ভাবনা হয়েচে । বরুণ। পরের টাকা কিনা! ভাল উপ, ঐরূপ শব্দ ক’রে যদি তোরে কেউ টাকা দেয় ? উপ । আহা ! তাহ হ’লে কানে যেন সুধাবৃষ্টি হয়। আবার সকলে রাস্তার ধারে ধারে চলিলেন । এক স্থানে উপস্থিত