পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 8b〜> ধাক্কা মারিয়া গোল থামাইতেছে। জজদিগের নিকট দাড়াইয়া একটা সাহেব বেশধারী বাঙ্গালী বক্তৃতা করিতেছেন। উপ । বাবা । এখানে যে যোড় ঘোড় বিচারপতি । বরুণ। এই হাইকোর্টে সৰ্ব্বসমেত বার জন জজ ছিলেন ; তন্মধ্যে এগারজন ইংরাজ ও একজন বাঙ্গালী । এক এক ঘরে দুইজন জজ বসিয়া বিচার করেন। কোন মকদ্দমায় যদ্যপি দুইজন জজের দুই রায় হয়, তাহ। হইলে ফুলবেঞ্চ বসে। ফুলবেঞ্চে দুইজন জজ ও চিফজষ্টাস একত্র বসিয়া বিচার করেন, এখন আবার আর একজন বাঙ্গালী ও একজন ইউরোপীয় জজ হইয়াছেন ।* ইন্দ্র । বরুণ! ঐ যে সাহেব-বেশধারী বাঙ্গালী ইংরাজীতে বক্তৃত৷ করিতেছেন, ও লোকটি কে ? বরুণ। উইার নাম মনোমোহন ঘোষ। ইনি ১৮৪৪ অব্দে বিক্রমপুরের অন্তর্গত বয়রাগাদি নামক স্থানে জন্মগ্রহণ করেন। ইনি ভরামলোচন ঘোষের দ্বিতীয় স্ত্রীর প্রথম সস্তান । ইহার পিতা একজন বিখ্যাত সদরআলী ছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে কোন পুত্রসন্তান না হওয়ায় রামলোচন ঘোষ ৫০ বৎসর বয়ঃক্রমকালে দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন । যখন মনোমোহন ঘোষের জন্ম হয়, তখন তিনি পীড়িতাবস্থায় দাঞ্জিলিঙে অবস্থিতি করিতেছিলেন । ১৮৫০ অব্দে ইনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভৰ্ত্তি হন। ১৮৫৮ অব্দে ষোড়শ বষ বয়ঃক্রমকালে প্রবেশিক পরীক্ষায় উত্তীণ হুইয়। উক্ত কলেজে অধ্যয়ন করিতে আরম্ভ করেন । এই সময় নালের হাঙ্গাম উপস্থিত হওয়াতে ইনি প্রজার পক্ষ হইয়। সংবাদপত্রে বিস্তর লিখিয়াছিলেন এবং হিন্দুপোটিয়ট নামক সংবাদ পত্রের সংবাদদাতা হন। ১৮৬১ অব্দে কৃষ্ণনগর পরিত্যাগ করিয়া কলিকাতায় আইসেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের

  • সম্প্রতি সেক্রেটার অফ aেg মহোদয় হাহকোoের ভজদেগের সংখ্যা বৃদ্ধি করিবার প্রস্তাবের অনুমোদন করিয়াছেন ॥—সম্পাদক ।

vని