কলিকাতা 89°ව সকলে একটা গহবর দিয়া নীচের লোক জনের প্রতি চাহিতে লাগিলেন। উপ কহিল, “উঃ ! বাবা! এখান হ’তে প’ড়ে গেলে শরীর আর আস্ত থাকে না ; ছাতু হয়ে যায় ।” রেজেষ্টরি আফিসে প্রবেশ করিয়া দেখেন, কেহ কাদিতে কঁাদিতে জরিমানার টাকা গণিয়া দিতেছে। কেহ বিষ্ণভাবে জামিনের লেখা পড়৷ করিতেছে। বরুণ কহিলেন, “এই স্থানে জামিন ও জরিমানার টাকা দিয়া খালাস হইতে হয় ।” এখান হইতে সকলে এক স্থানে যাইয়া দেখেন—তামাক খাবার ধুম লাগিয়াছে। একজন ছক টানিতেছে ; ৬০৭০ জন ছকার উমেদার দাড়াইয়া আছে। উমেদারদিগের মধ্যে কেহ কেহ অগ্ৰে পাইবার আশায় স্থকার গাত্রে হাত দিয়া টানিতেছে । দেবতারা তামাক খাওয়া দেখিয়া নীচে নামিয়া হাপাইতে লাগিলেন । পিতামহ কহিলেন, “করুণ ! ভাই এই স্থানে একটু বোসো। আমার কোমর টন্ টন্ ক’ছে এবং অত্যন্ত হাপ ধরেছে।” - সকলে বসিয়া বিশ্রাম করিতেছেন, এমন সময় দেখেন—মকদ্দমা হার হওয়াতে আসামীদিগকে ধরিয়া লইয়া যাইতেছে। কয়েদীদিগের মধ্যে কেহ কঁাদিতেছে, কেহ সকরুণ বিলাপ করিতেছে । একজন কহিতেছে “উঃ ! মাগো ! বাল্যকালে একজন গণক আমার হাত দেখে বলেছিল ‘এক সময় আমার অগ্র পশ্চাৎ শান্ত্রি পাহারা যাবে।” মা ! তুমি ভেবেছিলে, আমি রাজা হব। গণককে খুসি ক’রে বিদায় করেছিলে। কিন্তু মা ! এসে দেখে যাও, আমার কপছুল কি ঘটেছে ; তোমার পুত্রের অগ্র ও পশ্চাৎ শান্ত্ৰি পাহারা যাচ্চে ।” এই সময় টিফিন আরম্ভ হওয়াতে দেবগণ দেখেন—পিলপিল ক’রে লোকগুলো বাহির হইয়া যাইতেছে। মসমস্ শব্দে সাহেবগুলো নামিয়া আসিয়া বগী হঁীকাইয়া প্রস্থান করিতেছে।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।