পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&b°8 দেবগণের মর্ত্যে আগমন দেবগণ ইহার পর লর্ড নর্থব্রুকের প্রতিমূৰ্ত্তি দেখিয়া হাইকোর্ট হইতে বাহির হইলেন। বরুণ কহিলেন, “এই হাইকোর্টে দ্বারকানাথ মিত্র নামক এক ব্যক্তি জজ হইয়াছিলেন । দ্বারকানাথের মত স্ববিচারক আর জন্মিবে না ।” 4. ব্ৰহ্মা। বরুণ! আমাকে দ্বারকানাথ মিত্রের জীবনচরিত বল । বরুণ। ইনি হুগলি জেলার অন্তঃপাতী আগুন্‌সি নামক পল্লীগ্রামে জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম হরচন্দ্র মিত্র । হরচন্দ্র মিত্র হুগলী আদালতে মোক্তারি করিতেন। ১৮৩৬ সালে দ্বারকানাথের জন্ম হয়। ইনি প্রথমে হুগলি ব্রাঞ্চ স্কুলে ও তৎপরে হুগলি কলেজে বিদ্যা শিক্ষা করেন। পঠদ্দশায় ইহঁর পিতৃবিয়োগ হয় । ইহার পর প্রেসিডেন্সি কলেজে ইনি আইন শিক্ষা করেন। ১৮৫৬ সালে পরীক্ষায় উৰ্ত্তীর্ণ হইয়া সদর কোর্টে ব্যবসায় আরম্ভ করেন । এই সময় রমাপ্রসাদ রায় ও শম্ভুনাথ পণ্ডিত ঐ স্থানে ওকালতি করিতেন । দ্বারকানাথ ভবানীপুরে বাসা করিয়া অতি সামান্ত অবস্থায় বাস করিতে লাগিলেন। ১৮৬২ অব্দে বর্তমান হাইকোর্ট প্রতিষ্ঠিত হইলে রমাপ্রসাদ রায় জজ হন ; কিন্তু অল্পকাল মধ্যে র্তাহার মৃত্যু হওয়াতে শম্ভুনাথ পণ্ডিত তৎপদে অভিষিক্ত হইলেন। তখন দ্বারকানাথ প্রধান উকিল হইয়া উঠিয়াছিলেন। নুতন হাইকোর্ট প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইহঁারও ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হন । পিকক্‌ সাহেব ঐ সময় হাইকোর্টের প্রধান জজ ছিলেন। দ্বারকানাথ দরিদ্র ব্যক্তিদিগের পক্ষ অবলম্বন করিয়া বিনা অর্থে মকদ্দমা লইয়া বক্তৃত। করিতেন। ঐ সময় তিনি এত অর্থে পার্জন করিতেন যে, তাহাকে একদা এক ব্যক্তি ১৫ শত টাকা দিয়া মফঃস্বলে যাইবার উপরোধ করাতেও তিনি যাইতে সন্মত হন নাই । তিনি তন্ন তন্ন করিয়া না দেখিয়া কোন মকদ্দমা হাতে লইতেন না। যে মকদ্দমা তাহার হাতে আসিত, তাহাতে প্রায়ই জয় হইত। তিনি এমনি জোরে বক্তৃতা করিতেন যে, ঘর যেন ফাটিয়া যাইত। বিলক্ষণ ধনশালী হইলে তবে হরি