কলিকাতা 8brసి বলিয়৷ খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন । কিন্তু দুঃখের বিষয়, ১৮৭৩ অব্দে ইহঁার নামে এই অভিযোগ হয় যে, ইনি নিজের কার্য্যবিবরণে মিথ্যা লিখিয়াছেন। এ বিষয়ের সত্য মিথ্যা অনুসন্ধানার্থ এক কমিশন নিযুক্ত হয়। কমিশনরেরা ইহঁাকে অপরাধী স্থির করেন। সুতরাং ১৮৭৪ অব্দে ইহার কৰ্ম্ম যায়। ইহঁার প্রতি যে অত্যন্ত অন্তায় ব্যবহার করা হইয়াছিল, তাহা ইহঁার পক্ষ সমর্থনার্থ যে পুস্তক প্রণীত হইয়াছে, তৎপাঠে অবগত হওয়া যায় ; এদেশীয় সংবাদপত্র-সম্পাদকেরা এই অন্যায় বিচারের অনেক প্রতিবাদ করিয়াছিলেন এবং ইনি পুনরায় ইংলণ্ডে গমন করিয়া ষ্ট্রেট সেক্রেটারির নিকট এই বিষয়ে আবেদন করিয়াছিলেন । কিন্তু তাহাতে কোন ফল হয় নাই। ইনি ব্যারিষ্টার হইবার জন্য পুনরায় অধ্যয়ন করেন। কিন্তু পূৰ্ব্ব অপরাধে ইহাকে সে অধিকারও প্রদান করা হয় নাই । ১৮৭৫ অব্দে পুনরায় স্বদেশে প্রত্যাগমন করেন। সিবিলিয়ানের পদ হইতে চু্যত্ব হইয়া দেশের মঙ্গলকাৰ্য্যে মনোনিবেশ করেন। ইণ্ডিয়ান লিগ নামক সভা স্থাপনের ইনিই একজন প্রধান উদ্যোগী । ভারতসভা ইহঁার ও yআনন্দমোহন বসুর যত্নে ও অর্থসাহায্যে প্রতিষ্ঠিত হয়। ছাত্রমহলে ইহঁর বিশেষ প্রতিষ্ঠা আছে। ইনি তাহদের একপ্রকার নেতা বলিলেই হয় । ১৮৭৬ অব্দে ইনি করদাতাদিগের নির্বাচন অনুসারে কলিকাতা মিউনিসিপালিটীর কমিশনর নিযুক্ত হয়েন । ইহঁরই প্রস্তাবে সভাপতির বেতন কমান হইয়াছে। বাঙ্গালীর মধ্যে ইনি একজন প্রধান বাগ্মী বলিয়৷ বিখ্যাত। ইহার কয়েকটা বক্তৃতা পুস্তকাকারে প্রকাশিত হইয়াছে । ইনি রাজনীতিসংক্রান্ত বিষয় সকলের প্রচার করিবার ব্রত গ্রহণ করিয়াছেন। ইনি ভারতসভার প্রতিনিধি হইয়া সিবিল সাৰ্ব্বিসের বর্তমান পরিবর্তন সম্বন্ধে আন্দোলন করিবার জন্য পঞ্জাব ও উত্তরপশ্চিম প্রদেশে গমন করিয়া সৰ্ব্বত্রই কৃতকাৰ্য্যতা লাভ করিয়াছেন। ইহঁার বক্তৃতার গুণে ভারতের এক প্রাস্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যস্ত সকলেরই মনে একতা
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।