পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 8> গ্ৰন্দনকানন তুচ্ছ বলিয়া বোধ হয়। অ ! মরি মরি, যেমন মুন্দর তেমনি পরিষ্কৃত ! নারা । বরুণ ! এ বাগানটী কে প্রস্তুত করে এবং ইহার নাম ইডেন গার্ডেন হইবার কারণ কি ? বরুণ । এই বাগানটী গবর্ণর জেনেরাল লর্ড অক্ল্যাণ্ডের সময় প্রস্তুত হয় ও র্তাহার ভগিনীর নামাকুসারে ইডেনগার্ডেন নাম হইয়াছে । তোমরা বাগানের মধ্যে প্রবেশ করিয়া পদে পদে ভয় পাইতেছ ; কিন্তু এ বাগানে সাধারণের প্রবেশ করিবার অনুমতি আছে। সন্ধ্যাকালে সুশীতল সমীরণ সেবন জন্য অনেকেই এখানে ভ্রমণ করিতে আইসেন। সেই সময় এখানে শ্রবণ তৃপ্তিকর সুমধুর বাদ্য বাজিয়া থাকে এবং অনেক সাহেব বিবি আসিয়া কুঞ্জবনে লুকোচুরি খেলাও করেন । এই সময় ইডেন গার্ডেনে টাউন ব্যাও বাজিতে লাগিল । দেবগণ অনেকক্ষণ বসিয়া বাদ্য শুনিলেন । তৎপরে সকলে বাসায় চলিলেন। তাহারা বাগানের বাহিরে আসিয়া দেখেন–রাস্তার ধারে ধারে আলোকস্তস্তে আলো জলিতেছে। সকলে ধীরে ধীরে আলোকস্তম্ভের তলে যাইয়৷ ই করিয়া চাহিতে লাগিলেন । ব্ৰহ্মা। বরুণ! লণ্ঠনের মধ্যে বিনা তৈল শলিতায় ও আবার কি রকম আলো জ্বলিতেছে ? বরুণ। কলে পাথুরে কয়লা হইতে বাষ্প বাহির করিয়া সেই বাম্পে ঐরূপ আলো জালিয়াছে। দেবগণ বাসায় যাইয়া উপস্থিত হইলেন এবং নানা কথায় রজনী প্রভাত হইলে বরুণ কহিলেন, “আমি সত্বর একবার কলিকাতার দক্ষিণ অঞ্চলে বারিবর্ষণ করিয়া আসি। আমার না আসা পর্য্যন্ত তোমরা বাহির হইও না।” ইন্দ্র। শীতকালে বারিবর্ষণ কেন ?