পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sみの8 দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা যাক্ বাবা ! বার আনা লও। “দেন-মহাশয় । বেনির বেলা আর থোদের ফিরাব না” বলিয়া বণিক্‌ দেবগণকে দ্রব্যাদি প্রদান করিলে তাহারা সানন্দচিত্তে বাসায় চলিলেন । র্তাহারা সকলে পথ হারাইয়া বড়বাজারের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছেন, এমন সময় বরুণ সন্নিকটে উপস্থিত হইয়া কহিলেন, “বেশ যাহা হউক, তোমাদিগকে না খুজেছি, এমন জায়গা নাই।” উপ। আমরা পথ ভুলে বাসা পাচ্ছি না। বরুণ। আমি সকলকে বারংবার নিষেধ করে গেলাম, আমি নী আসিলে বাসার বাহির হইও না । ব্রহ্ম। ভাই! ভাগগি এসেছিলাম, তাই চক্ষু দুটা বেঁচে গেল।—একটা চক্ষুরোগের চমৎকার ঔষধ পেয়েছি। দাম খুব সস্তা, বার গও পয়সা । বরুণ। কে বুঝি প্রতারণা করেছে! আপনার চোখে কি হয়েছে ? ব্ৰহ্ম। ঝাপসা ঝাপসা দেখি ! “দেখি বলিয়া বরুণ নারায়ণের হস্ত হইতে কাগজের মোড়ক চাহিয়৷ লইয়া দেখেন—ছাগলের নাদি, কাষ্ঠের গুড়া এবং মাকড়সার জাল দিয়া বার গও পয়সা ঠকাইয়া লইয়াছে । তিনি কিয়ৎক্ষণ চাহিয়া চাহিয়া নারীয়ণকে কহিলেন, “তোমরা কি সকলেই চখে ঝাপা ঝান্স দেখ ? সকলেই কি পিতামহের সঙ্গে সঙ্গে চক্ষের মাথা থেয়েছ ?” ইন্দ্র । না হে না । দোকানী অতি ভদ্র লোক, সে অনেক দিবিব ক’রে দিয়েছে । বরুণ। তোমাদের চক্ষু আছে, ছাগল-নাদি কি না ভাল ক’রে চেয়ে দেখ । তোমরা জান না-এ সহরে প্রতারকের অপ্রতুল নাই। তোমাদিগকে নুতন লোক দেখিয়াই ওরূপ কাৰ্য্য করিয়াছে। ইন্দ্র। ভাল দোকানীই যেন প্রতারণা করিল, মুসলমান মহাত্মার ইহাতে কি স্বার্থ আছে ?