পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 8ఫి(t বরুণ। মুসলমান ঐরুপে খরিদদার জুটাইয়া দেয় ; তৎপরে দোকানী যাহা লাভ করে, মুসলমানকে তাহার অংশ দিয়া থাকে। তোমরা যখন নগর ভ্রমণে বাহির হইয়াছ তখন চল একবার বড়বাজারট দেখাইয়া লইয়া যাই ।” বলিয়া বরুণ সকলকে লইয়া রাণী স্বর্ণময়ীর চকের মধ্যে প্রবেশ করিলেন এবং বড়বাজারের চতুর্দিকে লইয়া গিয়া নানাপ্রকার সুতা ও পশমের কাপড়, বনাত, কম্বল, গালিচা ; পিতল, লোহা, তাম। প্রভৃতি ধাতুর দ্রব্য ; সোণ, রূপ প্রভৃতি দামী বাসন ও গহনা ; হীরা, মুক্ত ও পান্না প্রভৃতির দোকান। ছুরি, কাচি, তালা ও চাবি প্রভৃতির দোকান ; দড়ী ক্যাম্বিস, ধুন প্রভৃতি ও জাহাজীয় দ্রব্যের দোকান ; বেণের মসলা, ঘৃত, চিনি ও সোর প্রভৃতির অসংখ্য দোকান দেখাইয়া অপর একটা চকের মধ্যে প্রবেশ করিলেন । ইন্দ্র। বরুণ ! এমন বাজার ত কোথাও দেখি নাই। ভাল, এই বাজারের মধ্যে ছটা উৎকৃষ্ট চক দেখিলাম, ও ছটা কাহার ? : বরুণ। প্রথমটী মহারাণী স্বর্ণময়ীর ; দ্বিতীয়ট মনোহর দাসের। বড় বাজারের মধ্যে এই দুষ্টট চক বিখ্যাত। এই বাজারের দক্ষিণে আরমাণী গির্জা আছে । দেবগণ একস্থানে উপস্থিত হইলে পিতামহ কহিলেন, বরুণ ! এ বাড়ীটি কাহার ? বরুণ । দেওয়ান কাশীনাথের । ব্ৰহ্মা । ইহঁার বিষয় আমাকে বল । বরুণ। ইহঁর পিতা সম্রাটু সাজেহানের দেওয়ান ছিলেন । ইহঁারা জাতিতে ক্ষত্ৰিয় । আদি বাস লাহোরে । ইহঁর পিতার নাম মুলুকচাদ ! ইনিই আসিয়া কলিকাতায় বাস করেন। মুলুকচাদের পুত্রের নাম দেওয়ান কাশীনাথ বাবু । ইনি কর্ণেল ক্লাইবের দেওয়ান ছিলেন। দেওয়ান কাশীনাথ অত্যন্ত হিন্দুছিলেন। ইনি নিজ আবাসবাটীর সন্নিকটে শুমলজী নামক বিগ্ৰহ