পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r 6 e দেবগণের মর্ত্যে আগমন ২য় । ঔষধের নাম কি মৃত্যুঞ্জয় আছে ? ১ম। মামা একটা নাম রেখে দিলেন। তার পর শোন নী—মামা দশ পনর গওঁ সেই ঔষধ নিয়ে রোগী দেখতে চল্লেন । যাইবামাত্র তাহার একটা টাকা দিল, তখন রোগীটে বসে গুড়ক তামাক খাচ্ছিল। মামার এই প্রথম টাকা উপার্জন ; অতএব টাকাটা নিয়ে মহাসন্তুষ্টচিত্তে কহিলেন, “অদ্যই জর আরাম করবো, তোমাদের কোন চিন্তা নাই । বলিয়া সেই মৃত্যুঞ্জয় বড় একেবারে দ্বাদশট খেতে দিলেন। রোগী ঔষধ খেয়ে গুয়ে প’ড় লো এবং ছুই একবার হাত পা খেচে চোক কপালে তুলে সিঙ্গ ফুকৃলো! মামাখানিকক্ষণ ই করিয়া দেখে ব’ল্লেন, “একটু পরেই সেরে যাবে, তোমরা কিছু চাপা দিয়া রাখ, যেন বাতাস না লাগে” বলিয়া দে চম্পট ! ২য়। তুমি জানলে কেমন ক’রে ? ১ম। মামা পালিয়ে এসে আমাদের বাড়ীতে লুক্য়েছিল । সমস্ত দিন বাটীর বাহির হয় নাই । সন্ধ্যার পর আমাকে চুপে চুপে ব’ল্পে, দেখে আয় দেখি, সেটাকে বাহির করে নিয়ে গেছে কি ঘরে আছে।” আমি ব’ল্লাম "মাম, রোগীটে যে সকালে গুড়ক তামাক খাচ্ছিল দেখে এসেছি।” মামা ব’ল্লেন, “ওরে বাবা ! বিকারে নেচে খেলে বেড়ায় । ওতে গুড় ক তামাক খাচ্ছিল ; তোরা জানিস না, ওর চোরা বিকার হয়েছিল।” মামার মানুষ মারা দেখে আমার সাহস হ’লো, মনে মনে ভাবলাম “বা! এ ব্যবসা ত বড় মজার ! আমি এই ব্যবসা করবে। ” সেই থেকে ডাক্তারি আরম্ভ করেছি। . দেবগণ এই সমস্ত কথা শুনে আশ্চৰ্য্যাম্বিত হইলেন। বরুণ কহিলেন, “ইহারা পাড়াগায়ে হাতুড়ে ডাক্তার। ইহাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি জাতিতে ডোম ।” নারা । ডোমের জল লোকে খায় ? r !.