পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Φ ο Οζ দুঃখিত হইয়া কছিলেন, “কালনেমি ! আমি তোমাকে সংহার করিতেছি বটে, কিন্তু লোভে পড়িয়া এ কাজ করিয়াছ জানিয়া বর দিতেছি, তোমার অদৃষ্টে রাজ্যভোগ ঘটবে। কলিতে তুমি মুর্থ জমাদাররূপে বিরাজ করিবে, সেই সময় তোমার রাজ্যের জমী তোমার আমলার ঐ হস্তস্থিত রজু দ্বারা মাপ করিবে ।” 呜 喝 উপ । বরুণ-কাকা, বঁাশ দিয়ে ত মাপে ? : নারা । বরুণ। এই বোকা জমীদারটা কি ক’রে নিজের বিষয় বুঝে লয় ? আমলারা ধোকা দেখিয়া ফাকী দিয়ে লয় না ? বরুণ । উনি গোমস্তাদিগকে কহেন, “আমি বকেয়া বাকী প্রভৃতি বুঝি না ; যে তালুকের যত আয়, আমাকে সেই টাকা রোক দুই তিন কিস্তিতে দিতে হইবে।” - - দেবগণ ইহার পর চোন ঘড়ি খরিদ করিয়া টাকা দিলে দোকানের জুই একজন লোক তাহাদিগকে জল খাইতে উপরোধ করিল। তাহার গুজর আপত্তি করিয়া পলাইয়া আসিয়া রাস্তায় দাড়াইয়া পরস্পর মুখ চাওয়া চাওয়ি করিয়া বলিতে লাগিলেন, “সাহেবটা আমার হাত ধ’রে যেরূপ টানাটানি আরম্ভ করিল, ভাবিলাম বুঝি জাতটা মারলে খুব ফাকী দিয়ে পালিয়ে এসেছি ।” আবার সকলে চলিলেন । নারায়ণ জিজ্ঞাসা করিলেন, “বরুণ! দেখা যাইতেছে—ও বাড়ীটি কি ?” - বরুণ। উহা টি, টম্সন্ কোম্পানীর বাড়ী। এই স্থানে লোহা-লক্কড়ের দ্রব্যাদি বিক্রয় হয় । উহাদের একটী কারখানা আছে। , তাহাতে নানাপ্রকার লৌহের দ্রব্যাদি প্রস্তুত হইতেছে। এথান হইতে সকলে ধৰ্ম্মতলার বাজারের মধ্যে প্রবেশ করিলেন। ইন্দ্র কহিলেন, বরুণ ! এ বাজারটা কাহার ? বরুণ । এই বাজারটা পূৰ্ব্বে হীরালাল শীলের ছিল। . মধ্যে