পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ove দেবগণের মর্ত্যে আগমন মিউনিসিপাল কমিসনর হুগ সাহেব মিউনিসিপাল বাজার সংস্থাপনকালে দেখিলেন, ধৰ্ম্মজলার বাজার থাকিতে র্তাহার বাজারের উন্নতি হইবে না, সুতরাং অনেক চেষ্টা করিয়া দেখিয়া শেষে প্রচুর অর্থব্যয়ে বাজারটা এককালে খরিদ করিয়া লইয়াছেন । এরূপ করিবার কারণ এই—মিউনিসিপাল বাজার প্রস্তত হইবার পূৰ্ব্বে এই ধৰ্ম্মতলার বাজারে সাহেবদিগের যাবতীয় খাদ্যদ্রব্য প্রস্তুত হইত। ওদিকে শনির মত কে গেল? আপনারা একটু দাড়ান, আমি শীঘ্র করে দেখে আসি । বরুণ প্রস্থান করিলে এক ব্যক্তি একটা কাগজে মোড়ক করা দ্রব্য এক দৃষ্টে দেখিতে দেখিতে নারায়ণের নিকট আসিয়া অতি যুদ্ধস্বরে কহিল, “মহাশয় ! দেখুন—এই সাতনল গাছটা রাস্তায় কুড়িয়ে পেলাম, এটী। সোণার ত?” নারায়ণ দেখিয়া কছিলেন, “ই সোণারই বটে। তোমার আজ লাভের কপাল ।” লোকটা তৎশ্রবণে ঈষৎ হাস্ত করিয়া কয়েক পদ প্রস্থান করিল এবং তৎক্ষণাৎ প্রত্যাগমন করিয়ানারায়ণকে পূৰ্ব্বের স্তায় মৃদ্ধ স্বরে কছিল “দেখুন, কাহাকেও কহিবেন না, এ ছড়াটা আপনি আট দশ টাকা দিয়ে খরিদ ক’রে লউন। আমার নিকট থাকিলে চোর মনে ক’রে পুলিসে ধরে নিয়ে যাবে । যাহার খোয়া গিয়াছে, অনুসন্ধান পাইলে ফেরত দিতাম ; কিন্তু এ. সহরে ত লোক খুজে পাওয়া যাবে না, লাভের মধ্যে প্রতারক বেটার এসে "আমার বলিয়া প্রতারণা করিয়া লইবে ।” নারায়ণ কিয়ৎকালচিত্ত করিয়া মনে মনে কহিলেন, “এমন সুন্দর রং ও গড়ন স্বর্গের স্বর্ণকারের করিতে পারে না । যদ্যপি খরিদ করিয়া লইয়। গিয়া নারায়ণীকে প্রদান করি, মর্ত্যে আসিয়া কালবিলম্বনিবন্ধন দারুণ অভিমানটা তিরোহিত হইতে পারিবে - এই ভাবিয়া তিনি দশ টাক। মূল্য দিয়া সাতনর ছড়াটা ক্রয় করিলেন ।