কলিকাতা । (roఫి" এখান হইতে যাইয়া দেবগণ একটা বাটীর সন্নিকটে উপস্থিত হইয়া দেখেন —অনেকগুলি ঘোড়ার গাড়ী থামিয়া রহিয়াছে এবং অসংখ্য বাবু ঘুরে ঘুরে বেড়াইতেছেন। র্তাহাদের প্রত্যেকেরই হন্তে এক এক তাড়া কাগজ। বরুণ। ইহার নাম মিউনিসিপাল আফিস। এই আফিসট নানা অংশে বিভক্ত । বাড়ীটি সৰ্ব্বসমেত তিন তালা । প্রথম তালায় ছাপাখানা ও গরুর গাড়ীর এবং দোকান পসারের লাইসেন্স আদায়ের আফিস আছে। দ্বিতীয় তালায় ভাইসচেয়ারম্যান, ইঞ্জিনিয়ার ও একাউণ্টেণ্ডের আফিস আছে। ইঞ্জিনিয়ার দুইপ্রকার যথা—জলের কলের ও রাস্তাঘাটের । তদ্ভিন্ন ঐ দোতালায় সেক্রেটারি আফিস ও লাইটিং পুলিস আছে। তেতালায় চেয়ারম্যান, ড্রাফটসম্যান (নক্সা তৈয়ারকারী ) প্রভৃতির আফিস আছে । নারা । কাগজ পত্র হাতে ফির্চেন—এরা কারা ? - বরুণ ৷ ইহঁার কলিকাতার যত ধনী লোকের ছেলে । ইহঁারা প্রায় প্রত্যহই এখানে আসিয়ু মিউনিসিপাল কমিশনর হইবার প্রত্যাশায় উমে দারি করিয়া থাকেন। সকলের হস্তে যে কাগজপত্র দেখিতেছ, ওগুলি মুপারিস চিঠি । উহার মিউনিসিপাল কমিশনর হইবার প্রত্যাশায় দ্বারে দ্বারে ঘুরে ঐ সমস্ত চিঠি সংগ্ৰহ করিয়াছেন । ইন্দ্র । মিউনিসিপাল কমিশনরদের বেতন কি ? বরুণ। বেতন !—লোকের ট্যাক্স বৃদ্ধি করিলে গাল খাওয়া ! আহা ! ঠাকুরদা ! ব’লবো কি ? একবার এই পদ লাভের জন্য একজন সম্পাদক পৰ্য্যস্ত লালায়িত হইয়াছিলেন। তিনি পরের বাড়ী নিজের বলিয়া দেখাইয়া পদটা লাভ করিয়াছিলেন ; কিন্তু পোড়া কপালে ভোগ হইল না । নারা । বাড়ী দেখিয়ে বুঝি কমিশনর হতে হয় ? বরুণ ! ই ! কমিশনর হুইবার নিয়ম এই, কলিকাতার মধ্যে দুইখানি বাড়ী থাকা চাই । উপ। আচ্ছা—বরুণ-কাকী ! যদি দুখানি ছোট ছোট খোলার বাড়ী থাকে?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।