পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q>8 দেবগণের মর্ত্যে আগমন সকলে গল্প করিতে করিতে এখান হইতে চলিলেন । যাইতে যাইতে বরুণ কহিলেন, “সম্মুখে দেখ বাইবেল সোসাইটার ডিপোজিটারি। এই স্থানে ইংরাজদিগের যাবতীয় ধৰ্ম্মপুস্তক বিক্রয় হইয়া থাকে। তদ্ভিন্ন এখানে কিছু কিছু মাসিক চাদ দিলে লোকে প্রত্যহ আসিয়া পুস্তকাদি পাঠ করিতে পায় ।” উপ । কৰ্ত্তা-জেঠা ! বাসায় চল। নচেৎ রাত্রিতে শীতে আমি কি প্রকারে গঙ্গা হইতে স্নান ক’রে আসবে। দেবতারা চিৎপুর রোড ধরিয়া বাসায় চলিলেন । এই সময়ে দেবগণ দেখেন—আফিসের কেরাণীরা ঝিমাতে ঝিমাতে আফিস হইতে প্রত্যাগমন করিতেছে। তাহাদের মুখগুলি সমস্ত দিন থেটে শুকিয়ে গিয়াছে। সকলেরই গাত্রে একটি করিয়া চাপকন । কোন কেরাণীর চাপকানে শত তালি ও শেলাই দেখা যাইতেছে। উহাদের মধ্যে কাহারও হস্তে পাণ, কাহারও হস্তে শালপত্রে করা মিষ্টান্ন। বেল অপরাষ্ট্র, রাস্তায় জলের ছিটা দেওয়ায় যেন এক পসলা বৃষ্টি হইয়া গিয়াছে। রাস্তার উভয়পাশ্বস্থ দ্বিতল ও ত্রিতল অট্টালিকা সকলের বারাণ্ডায় বারাঙ্গনার বসিয়া পাণ চিবইতে চিবাইতে ফরসাঁতে ধুমপান করিতেছে ও রাস্তার প্রতি চাহিতেছে। এক যুবতী কেরাণীদিগকে দেখিয়া অপর বারাঙ্গনাকে হাস্ত করিতে করিতে কহিল, "কেরাণী মিন্সেগুলোর চলনের ভঙ্গ দেখ ” এই সময়ে কেরাণীর দল সদর রাস্তার মধ্য দিয়া আসিতেছিল। দুর্ভাগদিগের সুখ কোথায় ? হঠাৎ একথান ছ্যাকরা-গাড়ী আসিয়া উপস্থিত হইল এবং কোচম্যান কেরাণীদিগকে দেখিয়া “হটো” “হটাে” শব্দে হাস্ত করিয়া ঘোড়াকে চাবুক মরিতে লাগিল । কেরাণীর দল সরিয়া, যে বারওয়ে বেঙ্গার হাস্ত করিতেছিল, সেই দিকের ফুটপাথে যেমন উঠিলেন, অমনি এক মাগী একটা রসিক বাবুকে দেখিয়া ইঙ্গিত করিয়া তাহার সম্মুথে যেমন পাণের পিক্‌ ফেলিবে, কেরাণীর দলের মধ্যগত এক ব্যক্তির মস্তকে পড়িল ।