পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q >b" দেবগণের মর্ত্যে আগমন * পিতামহের মত হইলে দেবতারা দোকানের মধ্যে প্রবেশ করিয়া দেখেন—একটা বাবু সদেশের দর করিতেছেন। বাবুট দেখিতেও সুত্ৰ বটে ; তাহার মস্তকের চুলগুলি ফিরান, গাত্রে একটা পরিষ্কার পিরাণ ও চাদর । পরিধেয় বস্ত্রখানিও মূন্দ নহে। বাবু সদেশের দর করিয়া সেই স্থানেই আহার করিতে বসিলেন ; প্রথমে অৰ্দ্ধসের লইয়া, তৎপরে আবার অৰ্দ্ধসের লইয়া ভোজন করিয়া পুনরায় অৰ্দ্ধসের লইয়া ভোজন করিতে বসিলেন এবং দুই চারিটা থাকিতে থাকিতে “ওয়াক ওয়াক” শব্দে বমি করিবার উদ্যোগ করিলে দোকানী কহিল, “মহাশয়! মহাশয় । বাহিরে গিয়ে বমি করুন।” বাৰু তৎশ্রবণে বাহিরে বমি করিতে যাইয়া দুই এক বার “ওয়াক” “ওয়াক” শব্দ করিয়া অন্ধকারে এক দিকে পলাইল । দোকানের যাবতীয় লোক বিশেষতঃ দেবতারা জুয়াচোরের সন্দেশ খাওয়া দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। দোকানীও মুখে কাষ্ঠ হাসি হাসিয়া কহিল, “লোকট দাম না দিয়ে পালাক, তাতে আমার দুঃখ নাই ; কিন্তু বড় হাসানটা হাসিয়ে গিয়েছে।” দেবগণ জলখাবার কিনিয়া লইয়া বাসায় চলিলেন । পশ্চাৎ পশ্চাৎ বরফওয়ালা “চাই বরফ ? বরফ--লেবুওয়াল “চাই কমলা লেবু হাকিতে হাকিতে চলিল । তাহারা বাসায় গিয়া সন্ধ্যা আহ্নিক সারিয়া জলযোগ করিলেন। জলযোগ শেষ হইলে যখন তাহারা গুড়ক তামাক খাইতেছেন, বরুণ কহিলেন, “পিতামহ ! মৰ্ত্তো আসিয়া দেখিতেছেন কেমন ?” ব্ৰহ্ম । দেখছি ভাল । এই সময় বহির্ভাগে কোলাহল হওয়ায় দেবতারা ছুটে ছাদে উঠিলেন। উঠিয়া দেখেন --রাস্তায় লোকে লোকারণ্য। কতকগুলো লোককে ঝোলায় করিয়া কোথায় লইয়া যাইতেছে । ব্ৰহ্মা । বরুণ । উহার কারা ?