কলিকাতা (r >సి বরুণ। উহারা মাতাল,—মদ্যপানে অক্তি মাতাল হওয়ায় পুলিলে ধ’রে নিয়ে যাচ্চে । , ইন্দ্র । পুলিস যদি উত্তমরূপ সাজা দেয়, তাহ হইলে ভবিষ্যতে আর মদ্যপান করিতে প্রবৃত্ত হইবে না। বরুণ । মাতালদের কোন সাজা দিবার রাজ-আজ্ঞা নাই । ব্ৰহ্মা । মাতালদের সাজা দেবার কোন রাজ-আজ্ঞা নাই ? তবে কি ওদের শ্বশুরবাড়ী নিয়ে যাচ্চে নাকি ? সেখানে নিয়ে যেয়ে কি ক’রূবে ? বরুণ । অদ্য রাত্রিট রেখে কাল সকালে কিছু জরিমান ক’রে ছেড়ে দেবে { - নারা । আচ্ছ, রাজা মাতালদের সাজা দেন না, ইহার কারণ কি ? বরুণ। তাহা হইলে লোকে যদি মদ্যপান ত্যাগ করে, গবর্ণমেণ্টের বিস্তর ক্ষতি হইবে ; কারণ, আবৃগারিতে ইহঁদের যথেষ্ট আয় আছে। এইরূপ মাতাল সম্বন্ধে কথোপকথন হইতে হইতে রজনী অধিক হওয়ায় দেবগণ সে রাত্রি নিদ্র। যাইলেন, এবং প্রত্যুষে উঠিয়া স্নান আহ্নিক সারিয়া আহারাদির উদ্যোগ করিলেন । আহারাত্তে কিঞ্চিৎ বিশ্রামের পর সকলে নগর ভ্রমণে বহির্গত হইয়া এসিয়াটিক্ মিউজিমের নিকট উপস্থিত হইয়া সবিস্ময়ে চাহিতে লাগিলেন । ইন্দ্র। বরুণ ! এ বৃহদাকার বাড়ীটি কি ? বরুণ। ইহার নাম এসিয়াটিক মিউজিয়ম। এই স্থানে পৃথিবীন্থ যাবতীয় দেশের উৎকৃষ্ট খনিজ দ্রব্য ও নানাজাতীয় পশু পক্ষীর অস্থি-পঞ্জরাদি সঞ্চিত আছে। এই মিউজিয়ম ১৭৮৪ খৃঃ অব্দে প্রতিষ্ঠিত হয়। নারা । ভিতরে যাইয়। দেখিতে দেয় না ? “চল না” বলিয়া বরুণ র্তাহাদিগকে লইয়া ভিতরে প্রবেশ করিলেন এবং তৎপরে সকলে একতলায় উপস্থিত হইয়া চতুর্দিকে চাহিতে লাগি
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।