পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qミ● দেবগণের মর্ত্যে আগমন লেন। তাহার দেখেনঙ্গার সারি আলমারিতে উৎকৃষ্ট হীরক, মণি, মুক্ত, প্রবালাদি সাজন রহিয়াছে। - ইন্দ্র । " বরুণ! এইরূপ একটী মিউজিয়ম করিতে কত খরচ পড়ে ? বরুণ । কেন ? ইন্দ্র । আমি স্বর্গে একটা প্রতিষ্ঠা করিবার অভিলাষ করিতেছি । এখান হইতে দ্বিতীয় তালায় গিয়া দেবগণ দেখেন, নানা জাতীয় পশু, পক্ষী ও জীবজন্তুর হাড় পাঁজর রহিয়াছে। বরুণ কহিলেন,*ওদিকের ও গৃহে ওগুলি পক্ষীর হাড় । এ-দিকের এ ঘরে এগুলি সৰ্পের হাড় একত্রে আছে।” নারা । মনুষ্য ও বানরের হাড় একত্রে রাখিবার কারণ কি ? বরুণ । দুই সমান ; তবে একের ল্যাজ আছে, অপরের তাহ নাই, এই মাত্র প্রভেদ। উপ। দেখ কৰ্ত্তা-জেঠ, বানরকে লেখাপড় শেখালে জজ, ম্যাজিষ্ট্রেট হ’তে পারে। উহাদের যেরূপ তীক্ষ বুদ্ধি। . নারা । উহার যুদ্ধ-বিদ্যায়ও বিলক্ষণ পারদর্শী। মধ্যে মধ্যে বানরী লয়ে যে যুদ্ধ করে, দেখৃলে অবাক হইতে হয়। বরুণ। রূপী বানর ও ছাগলের তামাসাও মন্দ নহে। দেখ দেবরাজ ! ও দিকে যে বৃহদাকার হাড় দেখিতেছ, উহা হস্তীর। ঐ হস্তীটি তোমার ঐরাবতের সদৃশ ছিল। এক্ষণে ওরূপ হাতী দেখিতে পাওয়া যায় না। নারা । বরুণ ! ওদিকে ও বৃহদাকার হাড়খানা কিসের ? বরুণ । উহা তিমি নামক একপ্রকার মৎস্তের । হাড়খানি প্রায় ৫১৫২ ফিট হইবে । আর আর যে সমস্ত হাড় দেখিতেছ, উহা গণ্ডার, জেবরা, ব্যাঘ্ৰ, কুম্ভীর প্রভৃতি পৃথিবীস্থ যাবতীয় জীবজন্তুর। ইহার পর দেবগণ নানাপ্রকার মৃত পশু পক্ষী ও প্রস্তরের নির্মিত প্রতিমূৰ্ত্তি দেখিলেন। এখান হইতে সকলে তেতলায় উঠিয়া একটা আফিস দেখিয়া বরুণকে কহিলেন, “বরুণ ! এখানে কি হইতেছে ?”