কলিকাতা © RᏱ বরুণ। এই আফিসটার নাম জিওলজিকেল সাভে আফিস, অর্থাৎ পৃথিবীর কোন স্থানে কোন দ্রব্যের খনি আছে, তাহারই আবিক্রিয়ার জন্ত এই আফিসটি প্রতিষ্ঠিত হইয়াছে। এখান হইতে বহির্গত হইয়া সকলে এক স্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বরুণ ! দেখা যাইতেছে—উহা কি ? বরুণ। ঐ বাড়ীটির নাম টি গনোমেটরিকেল সার্ভেয়ার্স আফিস । কখন ঝড় হইবে, কোন সময় কিরূপ বায়ু প্রবাহিত হইবে, তাহার নির্ণয় এবং গ্রহ নক্ষত্রাদি নির্ণয় করা এই আফিসের কার্য্য । ইহাদের একটা কারখানা আছে । সেই স্থানে ঐ সব বিষয়ের যে যে যন্ত্র আবগুক, তাহা প্রস্তুত হইয়া থাকে। রজনীতে এই আফিসের দুই এক ব্যক্তি ছাদে বসিয়া দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নক্ষত্রাদি নির্ণয় করিয়া থাকেন। এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া, “এ কোথায় আসিয়া উপস্থিত হইলাম!” বলিয়া দেবগণ চীৎকার করিয়া উঠিলেন । ইন্দ্র । বরুণ ! এমন সুন্দর স্থান ত কখন দেখি নাই । এ স্থানটর, নাম কি ? বরুণ। এই স্থানের নাম পার্কষ্ট্রীট। এই স্থানই কলিকাতার সাহেবমহল। এখানে গবর্ণমেণ্টের বড় বড় বেতনের ইংরাজ কৰ্ম্মচারীর বাস করেন । সহরের মধ্যে এই স্থানটাই সৰ্ব্বোৎকৃষ্ট । স্থানটী যে এত সুন্দর ও পরিষ্কৃত, তাহার কারণ মিউনিসিপালিটীর নজর এই দিকে বেশী। ' নারা। এদিকে বেশী কেন বরুণ ? বরুণ। এখানকার অধিকাংশ অধিবাসীই বড় বড় ইংরাজ, সুতরাং তাহাদিগকে অসন্তুষ্ট করিলে চরকী ঘুরিয়ে দেবার সম্ভাবনা। এই সময়ে তাহার দেখেন একটা যুব দুঃখ প্রকাশ করিতে করিতে সাহেবমহল দিয়া আলিতেছে। যুবাট দেখিতে বেশ সুন্দর ও স্বত্র । সে মৃদ্ধস্বরে বলিতে বলিতে যাইতেছে “এখন আমার বিষম সঙ্কট উপস্থিত,
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।