কলিকাতা ●ミ○ নয়ানজুলি খনন করা হইয়াছিল। ঐ নয়ানজুলির পরপারের স্থান সকল কলিকাতার সীমা নহে । দেবগণ রাস্তার উভয় পাশ্বস্থ সাহেববাড়ী সকল ও একটা গির্জা দেখিয়া নাপিতের বাজারে যাইয়া উপস্থিত হইলে দেবরাজ কহিলেন, *বরুণ, এ বাজারটর নাম কি ?” বরুণ। এক জন নাপিত এই বাজার স্থাপন করায় ইহার নাম নাপিতের বাজার হইয়াছে । উপ। বরুণ-কাকা ! বাজারে মস্ত মস্ত কৈ মাছ বিক্ৰী হইতেছে, কৰ্ত্তী জেঠার জন্তে গোটা কতক কিনে নেও না । নারা । সত্য বরুণ, বিস্তর কৈমাছ দেখছি। এমন বৃহদাকার কৈমাছ ত কুত্ৰাপি দেখি নাই ! বরুণ। এই বাজারটা কৈ মাছের জন্ত বিখ্যাত। যশোরের যাবতীয় বড় বড় কৈ এখানে আমুদানী হইয়া থাকে। এখান হইতে যাইয়া সকলে দেখেন—একটা দরগায় মুসলমানের ফয়ুত দিতেছে । বরুণ কহিলেন, “এই দরগাটার নাম মোওল-আলি দরগা এবং এই স্থানের নাম ইটালি পদ্মপুকুর ।” নারা । পদ্মপুকুর নাম হইবার কারণ কি ? বরুণ। এই স্থানের একটা পুষ্করিণীতে অসংখ্য পদ্মফুল ফুটীয়া থাকিত বলিয়। ঐ নাম হইয়াছে। ইন্দ্র । বরুণ ! পদ্মপুকুরেও দেখছি অনেক সাহেবের বাস আছে । বরুণ । যে সকল সাহেবের অল্প আয়, তাহারাই অল্প ব্যয়ে সংসার নিৰ্ব্বাহ করিবার আশায় পদ্মপুকুরে বাস করেন। এখান হইতে যাইয়া সকলে একটা বৃহদাকার বাটীর নিকট উপস্থিত হইলেন ; পিতামহ কহিলেন, “বরুণ এ স্থানটার নাম কি ? এবং এ বাড়ীটি কাহার ?”
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।