Qミ8 দেবগণের মর্ত্যে আগমন বরুণ। এ স্থানের নাম জানবাজার । এই সুন্দর বাড়ীটি রাণী রাসমণি নামক একটা স্ত্রীলোকের। ইনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। ইহার শ্বগুঞ্জের নাম প্রতিরাম মাড় । নারা । মাড়—জাতিতে কি ? - বরুণ । জাতিতে কৈবর্ত। ঐ প্রতিরামই এই অতুল ঐশ্বৰ্য্য করেন । রাণী রাসমণি অল্প বয়সেই বিধবা হন । ইন্দ্র। ভাল বরুণ! প্রতিরামের পুত্রবধু রাণী হইলেন কেন ? বরুণ। গুন নাই ? ইংরাজেরা যাকে মনে করেন, তাহাকেই রায়বাহাদুর, রাজ্য, রাণী, বাদসা ক’রে থাকেন । আমরা যে দিন কলিকাতায় আসি, শুনিলাম কতকগুলো লোক এসে উপাধি নিয়ে গেল । ব্ৰহ্মা । প্রীতিরামের বিষয় বল । বরুণ। ইহারা জাতিতে কৈবৰ্ত্ত। ইনি ব্যবসায় দ্বারা যথেষ্ট বিষয় করেন। ইংরাজ কোয়ার্টারে ইহঁার অনেকগুলি ভাড়াটে বাড়ী আছে । প্রীতিরামের পুত্রের নাম রাজচন্দ্র মাড় । ইনি নিমতলায় মরাঘাট প্রস্তুত করিয়া দিয়াছেন। তদ্ভিন্ন বাবুঘাট ও হাটখোলার ঘাট ইহঁার প্রতিষ্ঠিত। রাণী রাসমণি বিলক্ষণ ধৰ্ম্মশীল, দানশীল ও বুদ্ধিমতী ছিলেন। রাসমণির প্রধান কীৰ্ত্তি দক্ষিণেশ্বরের নবরত্ব ও তৎসংযুক্ত দরিদ্রাশ্রম । ইহঁর দুই কন্যা বর্তমান-পদ্মমণি ও জগদম্বা দাসী । প্রথমার তিন পুত্ৰ—গণেশচন্দ্র, বলাইচন্দ্র ও সীতানাথ দাস ; এবং দ্বিতীয়ার এক পুত্র—ত্ৰৈলোক্যনাথ বিশ্বাস । নারা । বরুণ ! ইংরাজরাজ লোককে যেমন রাজা, রাণী করেন, সেই সঙ্গে কি তরূপ বিষয় করিয়া দেন ? বরুণ বিষয়ী লোক সৎকাৰ্য্য করিলেই রাজা উপাধি প্রাপ্ত হন ; নচেৎ ইংরাজরাজ কি পথের লোককে ডেকে উপাধি বিলান ? উপ। ঠাকুর-কাকা । তুমি যদি দুই শত টাকা দেও, কলিকাতা
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।