পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qー&b- দেবগণের মর্ত্যে আগমন স্থায় গোল সাজান রহিয়াছে এবং গোরার বিরাজ কবিতেছে। সকলে কোয়ার্টার মাষ্টার ও কম্পাউণ্ডারের বাড়ী দেখিয়া বারিকের মধ্যস্থিত একটা বাজারে প্রবেশ করিলেন । দেবরাজ কহিলেন, “বাহব ! কেল্লার মধ্যে যে একটি স্বতন্ত্র সহর দেখিতেছি !” - বরুণ । পিতামত ! কেল্লার মধ্যে একট পাতালগৃহ দেখুন। ঐ গৃহে বারুদাদি থাকে ও সৈন্তের বাস করে। নারা । এ কেল্লাট অনেকাংশে এলাহাবাদের কেল্লার দ্যায় দেখাচ্চে ; নয় বরুণ ? এলাহাবাদের কেল্লার নকল লইয়াই এই কেল্লা প্রস্তুত হইয়াছে ; ইহার চতুর্দিকে ৯৯৯টা কামান সাজান আছে। ইন্দ্র । একটা কম কেন ? বরুণ। প্রস্তুত করিবার সময় কেমন ক’রে ভুল হয় । সকলে এখান হইতে একস্থানে যাইয়া দেখেন যমদূতাকৃতি গোরা পাহারাওয়ালার বন্দুক ও খাপ খোলা তরবার হস্তে দাড়াইয়া আছে। তাহারা তদৃষ্ট্রে ভীত হইয়। অপর দিকে যাইয়া একটা গির্জার নিকট উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বা ! এর মধ্যে ইংরাজদিগের একটা ভজনালয়ও আছে দেখচি ” বরুণ । একটা কেন ? অনেকগুলি গির্জা আছে ; তন্মধ্যে একটী প্রোটেষ্টাণ্ট গোরাদের, একটা প্রোটেষ্টাণ্ট আফিসরদের, একটা রোমান্‌ ক্যাথলিক্ গোরাদের ও একটা রোমান ক্যাথলিক্‌ আফিসারদের। উপ । কৰ্ত্তাজেঠা ! অনেকদিন হইতে তোমাকে জুতা কিনে দিতে ব’লচি, এই কেল্লায় জুতা এক জোড়া কিনে দেও না । ব্ৰহ্মা। এ জুতা পায়ে দেওয়া কি তোর সাধ্য ? বরুণ! সম্মুখে দেখা যাচ্চে, ও প্রতিমূৰ্ত্তিটি কাহার। বরুণ। উল্লাহ রাজপ্রতিনিধি লর্ড হেষ্টিং সাহেবের ।