(లిe দেবগণের মর্ত্যে আগমন ছাদে উঠিয়া কিয়ৎকাল চক্ষু মুদিয়া ধুকিতে লাগিলেন। তৎপরে ক্লাস্তি দূর হইলে দাড়াইয়া চতুর্দিকে চাহেন আর হাস্ত করিয়া কহেন, “এত বড় কলিকাতাটা যেন শরার মত দেখাইতেছে।” উপরে উঠিয়া উপ’র মহা আমোদ । সে একবার ছুটয় এক দিকে যাইয়া কহে, ”উ:! বাবা । গরুটাকে যেন ছাগল বোধ হ’চ্চে ।” অপর দিকে যাইয়া কহে, “উঃ ! বাবা এক মাগি যাচ্চে–যেন বেণে পুতুল ।” এই সময় একটি সাহেব ১৩।১৫টি পুত্র কম্বা ও মেম সহিত উপরে উঠলেন। দেবগণ র্তাহার বংশবৃদ্ধি দেখিয়া আশ্চৰ্য্যাম্বিত হইলেন। নারায়ণ মনে মনে ভাবিলেন “উঃ ! যেন রক্তবীজের ঝাড় ॥” উপ’র সাহেবের দিকে ভ্ৰক্ষেপ নাই। সে র্তাহার গাত্রে ঠেশ মারিয়া এক দিকে ছুটিয়া গিয়া কহে “উঃ ! বাবা ! গঙ্গাটাকে যেন শণের দড়ি বোধ হ’চ্চে।” পুনরায় মেমের গাত্রে ঠেশ মারিয়া অপর দিকে ছুটিয়া গিয়া কহে “উঃ! বাবা! গির্জাটাকে যেন দুর্গামণ্ডার মত দেখাচ্চে।” সাহেবকে উপ বারংবার বিরক্ত করায় সাহেব তাহার হাত দুখানি ধরিয়া কহিলেন, “দাড়াও দুষ্ট বালক —তোমাকে নীচে ফেলে দিই!” উপ তখন চীৎকার করিয়া কাদিয়া উঠিল । সাহেব হাস্ত করিতে লাগিলেন। ব্ৰহ্মা । বরুণ ! সত্য সত্য ফেলে দেবে না ত ? বরুণ । না না, দেবে না। সাহেবটি অতি ভদ্র । ইংরাজরাজ্য ; এ রাজ্যে কি রাজা, কি প্রজা কাহারও প্রতি কাহারও অত্যাচার করিবার ক্ষমতা নাই । ব্ৰহ্মা। ভাই, নেবে চল । যেখানে সাহেব-স্ববোর সর্বদ যাতায়াত তথায় এক তিলাৰ্দ্ধ থাকিবার আবশুকত নাই। বিশেষতঃ এই ভারতসাম্রাজ্য, এই মনুমেণ্ট ইংরাজের ভিন্ন দেশীয়ের , নহে। অতএব উহার যদি একটা কথা বলিয়া অপমান করে, সে অপমান গায়ে মাখিবার প্রয়োজন কি ?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।